
RCB – ইন্সটাগ্রামে প্রথম পাঁচ স্পোর্টস টিমের তালিকায় একমাত্র ভারতীয় দল হিসাবে জায়গা হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। ভারতের অন্য কোনও ক্রিকেট দলের জায়গাই হয়নি এখানে। উল্লেখ করার মতো তথ্য হল, বাকি যে চার দল সেরা পাঁচের তালিকায় জায়গা পেয়েছে, তারা সকলেই ফুটবল দল। এবার আসুন কারা কারা জায়গা পেল এই তালিকায়, তা একবার দেখে নেওয়া যাক।
তালিকায় প্রথমস্থানে আছে রিয়েল মাদ্রিদ। তাদের ফলোয়ার ২.০৯ বিলিয়ন। দ্বিতীয়স্থানে থাকা এফসি বার্সেলোনার ফলোয়ারের সংখ্যা ১.৭৮ বিলিয়ন। প্রথম পাঁচে জায়গা হয়েছে ম্যান ইউনাইটেডের। তারা তালিকায় তৃতীয়স্থানে আছে। তাদের ফলোয়ারের সংখ্যা ১.৪১ বিলিয়ন।
চতুর্থস্থানে রয়েছে পিএসজি। এই ক্লাবের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার ১.০৭ বিলিয়ন। আর পঞ্চমে থাকা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ফলোয়ার সংখ্যা ৯৪৮ মিলিয়ন।
📲💥 5 most popular sports teams in the world ranked by total interactions on #instagram during 2022!💙💬
— Deportes&Finanzas® (@DeporFinanzas) January 30, 2023
1.@realmadrid 2,09B ⚽
2.@FCBarcelona 1,78B ⚽
3.@ManUtd 1,41B ⚽
4.@PSG_inside 1,07B ⚽
5.@RCBTweets 948M 🏏 pic.twitter.com/o3t1hMmVVN
আরও পড়ুনঃ Virat Kohli: “ভাই এটা আশ্রম”, ঋষিকেশে ফ্যান ভিডিও তোলায় মেজাজ হারালেন কোহলি, দেখুন ভিডিও
বহু দিন আগেই এফসি বার্সেলোনা ছেড়ে দিয়েছেন মেসি। তারপরেও তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা সামান্যও হ্রাস পায়নি। তবে প্যারিস সেন্ট জার্মান ক্লাবে মেসি যোগ দেওয়ায় তাদের ফলোয়ারের সংখ্যা অনেকটাই বেড়েছে। জানা গিয়েছে, এই ফুটবল তারকা তাদের ক্লাবে যোগ দেওয়ার পর ফলোয়ারের সংখ্যা এক ধাক্কায় বেড়েছে প্রায় দেড় মিলিয়নের মতো।
তবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ইন্সটাগ্রামে প্রথম পাঁচে জায়গা পাওয়ায় দলের কাছে প্রাপ্তি। সামনেই শুরু হবে এ বছরের আইপিএল। ধরে নেওয়া যেতে পারে, আসন্ন আইপিএল শুরু হলে তাদের ফলোয়ারের সংখ্যা আরও বাড়বে। সদ্য শেষ হওয়া আইপিএলের নিলামে তাকে মোটা টাকা দিয়ে কিনে নেয় আরসিবি।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : রোহিতদের জন্যে বিশেষ ট্রেনিং শিবির আয়োজন করছে বিসিসিআই