
Border-Gavaskar Trophy, 1st Test – নিজের ছন্দ ফিরে পেতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেকটা সময় কাটিয়েছেন রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করার আগে দীর্ঘ সময় ধরে অনুশীলন করেছিলেন তিনি প্রতিদিন। এমনটাই জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা ভারতীয় অলরাউন্ডার। বলেছেন –
“বেঙ্গালুরু’তে জাতীয় অ্যাকাডেমিতে থাকাকালীন আমি আমার বোলিং নিয়ে বিস্তর পরিশ্রম করেছিলাম। জানতাম আমাকে লম্বা স্পেল করতে হবে, এক্ষেত্রে ছন্দই সবকিছু।
এতোদিন বাদে খেলতে নেমে প্রথমে যেটা দরকার পরে সেটা আত্মবিশ্বাস। চোট নিয়ে খুব বেশি একটা ভাবনা চিন্তা করিনি। খেলা উপভোগ করার লক্ষ্যে নেমেছিলাম, যে সুযোগ পেয়েছিলাম সেটার পুরোপুরি ফায়দা তোলার চেষ্টা করেছি।”
প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৭৭ রান ১ উইকেটে। ক্রিজে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (৫৬*) এবং নাইট ওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিন (০)।
Surgery in September & five-wicket haul in February in his first International match on his return.
— Johns. (@CricCrazyJohns) February 9, 2023
Sir Jadeja – A Great in Tests. pic.twitter.com/aqgGZILj1y
এদিন, ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। শুরুতেই মহম্মদ সিরাজ উসমান খোয়াঁজার উইকেট তুলে নেন। সিরাজের লেগ স্টাম্প বরাবর লক্ষ্য করে ছোড়া বল খোঁয়াজাকে উইকেটের সামনে বিপাকে ফেলে দেয়। এলবিডব্লিউর আবেদন করেন সিরাজ। কিন্তু অনফিল্ড আম্পায়ার তা নাকচ করে দেন। এরপর ভারত অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নিলে দেখা যায় বল লাইনে আছে এবং উইকেটে হিট করে। তারপর খোয়াজাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়।
খোয়াজার আউট হওয়ার রেশ কাটার আগেই ফের অসি শিবিরে ধাক্কা দেয় ভারত। ডেভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মহম্মদ শামি। ২ রানে ২ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
এরপর অসিদের লড়াইয়ে ফেরানোর প্রবল চেষ্টা করেন লাবুসানে এবং স্মিথ। ভারতের স্পিনারদের দারুণ ভাবে সামাল দিচ্ছিলো তারা। তৃতীয় উইকেটে ৮২ রান জুড়েছিলো দুজনে। অবশ্য স্মিথের একটি সহজ ক্যাচ মিস করেছিলেন বিরাট কোহলি। লাঞ্চ ব্রেকে যাওয়া অস্ট্রেলিয়ার স্কোর ছিলো ৭৬ রান ২ উইকেট।
লাঞ্চের পর ভারতকে বিশেষ করে রবীন্দ্র জাদেজাকে আলাদা ফর্মে পাওয়া গেছে। ফেরান ছন্দে থাকা লাবুসানেকে (৪৯), এর পরের ডেলিভারিতছ রেনশ (০) কে, এরপর অসামান্য একটা বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের উইকেট তুলে নেন তিনি।
অ্যালেক্স ক্যারিকে (৩৬) বেশ দারুণ দেখাচ্ছিলো খেলা চলাকালীন। কিন্তু অশ্বিনের বলে রিভার্স স্যুইপ চালাতে গিয়ে আউট হয়ে বসেন। এটাই লাল বলের ক্রিকেটে ৪৫০ তম উইকেট ছিলো অশ্বিনের। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ৪৫০ টা টেস্ট উইকেট নিলেন অশ্বিন। ভাঙলেন অনিল কুম্বলের রেকর্ড। কুম্বলে ৪৫০ টেস্ট উইকেট নিয়েছিলেন ৯৩ টা টেস্টে, অশ্বিনের লাগলো ৮৯ টা টেস্ট। (Border-Gavaskar Trophy, 1st Test)
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪৫০ টেস্ট উইকেট নিলেন অশ্বিন। তার আগে প্রথম স্থানে আছেন মুথাইয়া মুরলীধরন, তার লেগেছিলো ৮০ টা ম্যাচ। অস্ট্রেলিয়ার দুই বোলার গ্লেন ম্যাকগ্রাথ (১০০) এবং শেন ওয়ার্ন (১০১) হলেন প্রথম পাঁচ জনের তালিকায় শেষ দুই ক্রিকেটার।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নতুন চুলের স্টাইলের রহস্য ফাঁস করলেন রবীন্দ্র জাদেজা
এরপর প্যাট কামিন্সের (৬) উইকেট ও নেন তিনি। স্লিপে কামিন্স’কে তালুবন্দি করে বিরাট কোহলি। পরবর্তী সময়ে টড মার্ফি এবং পিটার হ্যান্ডসকম্বের (৩১) তুলে নিয়ে ইনিংসে ৫ উইকেট নেওয়া হয়ে যায় জাদেজার।
অস্ট্রেলিয়ার তোলা প্রথম ইনিংসে ১৭৭ রানের জবাবে প্রথম উইকেটে ৭৬ রান জোড়ে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল। এদিন আলাদা মেজাজে পাওয়া গেছে রোহিত শর্মা’কে, নয়টা চার এবং একটি ছক্কা মারেন তিনি।
খেলা শুরুর কিছু আগেই আউট হন কে এল রাহুল (২০) ম্যাচে টেস্ট অভিষেকারী টড মার্ফির হাতে একটি সাধারণ ক্যাচ তুলে দিয়ে বসেন তিনি। গোটা দিনটাই ভারতের দাপট দেখার মতো ছিলো।