Ravindra Jadeja : গতবছর বিশ্বকাপ খেলতে না পারার অনুভূতির কথা জানালেন জাদেজা, বললেন….

0
20
Ravindra Jadeja told about the feeling of not being able to play the World Cup last year
Ravindra Jadeja told about the feeling of not being able to play the World Cup last year

গত বছরের অগস্ট মাসের পর ভারতীয় সিনিয়র দলের হয়ে টেস্টে আর খেলা হয়নি (Ravindra Jadeja) অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। চোট পেয়ে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। চোট এতটাই গুরুতর ছিল যে তাকে অস্ত্রোপচারও করতে হয়েছে। তারপর রিহ্যাব করে দীর্ঘদিন বাদে ঘরোয়া ক্রিকেটে ফেরেন তিনি।

সেখানে পারফরম্যান্স করার পরেই ভারতীয় সিনিয়র দলের দরজাও খুলে গিয়েছে তার জন্য। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। (Ravindra Jadeja) অজিদের বিরুদ্ধে কঠিন লড়াই শুরু করার আগেই তিনি জানালেন অপারেশনের পরে প্রত্যাবর্তনের কঠিন লড়াইয়ের কাহিনী।

বিশেষজ্ঞদের মতে নাগপুরে প্রথম টেস্টে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে জাদেজাকে। (Ravindra Jadeja) আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। গত বছর এশিয়া কাপ টি-২০’তে ভারতের হয়ে হংকংয়ের বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন জাদেজা। পরবর্তীতে টি-২০ বিশ্বকাপেও খেলা হয়নি তার। কারণ অবশ্যই হাঁটুর চোট। সেপ্টেম্বর মাসেই অপারেশন করা হয় তার হাঁটুর। এরপরেই পাঁচ মাসের দীর্ঘ রিহ্যাব চলে জাদেজার।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কোন দল জিতবে আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজে তা স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন

বিসিসিআই ডট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) জানিয়েছেন –

“আমি নিজেকে ধন্য মনে করছি। আশীর্বাদপুষ্ট মনে করছি ফের একবার সুযোগ পাওয়ার জন্য। এই সফরটা চড়াই, উৎরাইয়ের মধ্যে দিয়ে গেছে। ক্রিকেট খেলতে না পারাটা ছিল বেশ হতাশাজনক। পাঁচ মাস ধরে কোনও ধরনের ক্রিকেট খেলতে না পারাটা ছিল আরও বেশি হতাশার। আমি মুখিয়ে ছিলাম পুরোপুরি ফিট হয়ে যাওয়ার লক্ষ্যে। ভারতের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম।

হাঁটুর চোট নিয়ে সমস্যায় ছিলাম। অপারেশন করানোটা বেশ জরুরি হয়ে পরেছিল। আমাকে সিদ্ধান্ত নিতে হত আমি টি-২০ বিশ্বকাপের আগে না পরে এই অপারেশন করাবো। ডাক্তাররা আমাকে পরামর্শ দেয় বিশ্বকাপের আগেই অপারেশন করিয়ে নিতে। টি-২০ বিশ্বকাপে আমার খেলার সম্ভাবনা খুব ক্ষীণ ছিল। ফলে আমি অপারেশনটা করানোর সিদ্ধান্ত নিয়ে ফেলি।

সেই কারণেই মন শক্ত করে আমি অপারেশনটা করিয়ে ফেলি। তারপরেই সময়টা খুব কঠিন ছিল। আমি টিভিতে টি-২০ বিশ্বকাপের ফাইনাল দেখছিলাম আর ভাবছিলাম আরে বন্ধু আমারও তো ওখানে থাকার কথা ছিল তাই না !”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : আসন্ন বর্ডার-গাভাস্কার সিরিজে রোহিত’দের ‘ক্লোজ ইন ক্যাচিংয়ের’ উপর বেশি জোর দিতে বললেন কোচ দ্রাবিড়