
Ravindra Jadeja– গতবছর আগষ্ট মাসের পর ফের প্রতিযোগীতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন রবীন্দ্র জাদেজা, ইদানিং তামিলনাড়ুর বিরুদ্ধে একটি রঞ্জি ট্রফির ম্যাচে। এই মুহূর্তে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে চলছে সেই ম্যাচ।
তামিলনাড়ুর ব্যাটিং করাকালীন একটি উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা, অবশ্য এরপর সৌরাষ্ট্রের হয়ে ব্যাট করতে নামলে ব্যর্থ হয়েছেন তিনি। ২৩ বল খেলে ১৫ রান করে আউট হয়ে যান। ইনিংস খেলাকালীণ তিনটি চার মেরেছিলেন। ৪৭ তম ওভারে বাবা অপরাজিত তুলে নেন তার উইকেট। (Ravindra Jadeja)
এর আগে জাদেজাকে খেলতে দেখা গেছিলো হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে গতবছর। টুর্নামেন্টের রাউন্ড অফ ফোর শুরুর আগে চোট পেয়ে ছিটকে যান তিনি। হাঁটুতে চোট পান। এরপর বাঁ হাতি তারকা অলরাউন্ডার চোট সারিয়ে অনেকটা সময়ের পর আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে জায়গা করে নিয়েছেন। (Ravindra Jadeja)
জাদেজাকে তার ফিটনেস প্রমাণ দেওয়ার জন্য রঞ্জি ট্রফিতে খেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এরজন্য সৌরাষ্ট্রের স্কোয়াডে জায়গা পান, এবং পরবর্তী সময় তাকে ক্যাপ্টেন নির্বাচিত করা হয় এই ম্যাচের জন্যে।
আসা যাক ম্যাচের প্রসঙ্গে, তামিলনাড়ুর অধিনায়ক প্রদোষ পাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এরপর বাবা ইন্দ্রজিৎ, বিজয় শংকর এবং শাহরুখ খানের হাফ সেঞ্চুরির উপর নির্ভর করে তামিলনাড়ু ৩২৪ রান তোলে। সৌরাষ্ট্রের তরফে চারটি উইকেট নেন যুবরাজসিন দোদিয়া। জবাবে এই প্রতিবেদন লেখাকালীণ সৌরাষ্ট্রের বেহাল দশা, ৬৯ ওভারে ১৭৯ রানের মাথায় ৮ উইকেট পড়ে গেছে।
আরও পড়ুনঃ MS Dhoni : আসছে শোলে ২, নাম ভূমিকায় পান্ডিয়া, ধোনি, হচ্ছে টা কি …