IND vs AUS 2023 : অস্ট্রেলিয়াকে ঘোল খাওয়াবেন অশ্বিন, আশা দীনেশ কার্তিকের

0
65
Ravichandran Ashwin will keep Australia under pressure Dinesh Karthik hopes ahead of IND vs AUS 2023 Series
Ravichandran Ashwin will keep Australia under pressure Dinesh Karthik hopes ahead of IND vs AUS 2023 Series

IND vs AUS 2023 – বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে জিততেই হবে ভারতকে। আসন্ন এই সিরিজে ফাঁরাক গড়ে দিতে পারেন অশ্বিন একা নিজেই, তার উপর এই পরিমাণ আস্থা রয়েছে দীনেশ কার্তিকের।

কার্তিক বলেছেন –

“গত দশকের দিকে ভালো করে গড় দিয়ে দেখলে দেখবেন একটা বিষয় স্পষ্ট, অনিল কুম্বলে’কে দলে ছাড়া ভারত খুব বেশি সিরিজ জেতেনি। বর্তমানে সেই জায়গাটা নিয়েছেন অশ্বিন। উপমহাদেশে ভারতের সিরিজ জয়ের ক্ষেত্রে সবচেয়ে বড়ো অবদান আছে অশ্বিনের’ই। ওর মানসিক জোর অসামান্য।”

ঢাকা টেস্টের ম‍্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। নিয়েছেন ছয়টি উইকেট, এছাড়া চতুর্থ ইনিংসে অপরাজিত ৪২* রানের ইনিংস খেলেছিলেন। জয়ের লক্ষ‍্যে ১৪৫ রানের টার্গেট চেজ করতে নেমে একটা সময় ভারতের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৭৪/৭। পরবর্তী সময়ে অশ্বিন এবং শ্রেয়স আইয়ারের জুঁটি ভারতকে ম‍্যাচে জয় পেতে সাহায্য ক‍রেছিলো। IND vs AUS 2023

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের সুবাদে পয়েন্ট এবং পয়েন্ট সংগ্রহ করার শতক‍রা হারে লিগ টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের থেকে ব‍্যবধান বেশ খানিকটা কমিয়েছে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ার টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলাটা প্রায় নিশ্চিত বলা চলে। (BAN vs IND 2022)

ভারতের দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপে খেলাটাও অনেকাংশে নিশ্চিত মনে করা হচ্ছে। কারণ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ জেতায় সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার তুলনায় ভারত অনেকটাই এগিয়ে গেছে। (BAN vs IND 2022)

মীরপু্র টেস্ট জেতার সুবাদে ভারতের সংগ্রহের পয়েন্ট সংখ্যা – ১৪ ম্যাচে ৫৮.৯৩ গড়ে ৯৯ পয়েন্ট। তিন নম্বর স্থানে থাকা সাউথ আফ্রিকার সংগ্রহের পয়েন্ট সংখ্যা – ৫৪.৫৫ গড়ে ৭২ পয়েন্ট। এরপর ভারত আগামী বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম‍্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজে টিম ইন্ডিয়া অসিদের হারিয়ে ফেললে, ভারতের টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলতে বিশেষ বেগ পেতে হবেনা।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : পেশাদারিত্বে বুম‍রাহ’র ধারে কাছে নেই মহম্মদ শামি, বিস্ফোরক মন্তব্য ভারত তারকার

বর্তমানে চারটি দেশের টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে। তারা হলো – অস্ট্রেলিয়া, ভারত এবং সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকা টেস্ট সিরিজ খেলছে। এখনও বাকি দুটো ম‍্যাচ। ডন ব্রাডম‍্যানের দেশে চলমান সেই টেস্ট সিরিজের বাকি দুই ম‍্যাচে সাউথ আফ্রিকা খারাপ খেললে ভারতের বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার অংকটা আরও সহজ হবে। অন‍্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারলে শ্রীলঙ্কার টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা শেষ বলা চলে।

আসা যাক ঢাকা টেস্টের কথায়। রোববার ঢাকায় রবিচন্দ্রন অশ্বিন (৪২*) এবং শ্রেয়স আইয়ার (২৯*) অষ্টম উইকেটে ৭১ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে বাংলাদেশ কে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ উইকেটে হারিয়ে দিলো ভারত। এরফলে ২-০ ব্যবধানে এই সিরিজ জিতলো টিম ইন্ডিয়া।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসের মান নিয়ে প্রশ্ন তুললেন এই তারকা ক্রিকেটার