IND vs AUS 2023 : বর্ডার গাভাস্কার ট্রফিতে গড়া ভাজ্জির রেকর্ড ভাঙলেন অশ্বিন 

0
14
Ravichandran Ashwin broke Harbhajan Singh’s record in IND vs AUS 2023 the Border Gavaskar Trophy
Ravichandran Ashwin broke Harbhajan Singh’s record in IND vs AUS 2023 the Border Gavaskar Trophy

IND vs AUS 2023 – শনিবার নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচে এক ইনিংস এবং ১৩২ রানে জিতেছে ভারত। ম‍্যাচে অসামান্য বোলিং পারফরম্যান্স দেওয়ার মধ্যে দিয়ে হরভজন সিংয়ের রেকর্ড ভাঙলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে কোমর ভেঙে দেন অসি ব‍্যাটিং লাইন আপের।

এদিন কেরিয়ারের ৩১ তম এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অশ্বিন। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ টা উইকেট তুলে নেওয়ার মধ্যে দিয়ে তিনি ভেঙে দিলেন হরভজন সিংয়ের বর্ডার গাভাস্কার ট্রফিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড। (IND vs AUS 2023)

বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হরভজন সিং, ৯৫ টা উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ঁর সাথে এই তালিকায় আছেন তিনি। ৯৭ উইকেট তুলে নেওয়ায় তাদের টপকে দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন। তালিকায় প্রথম স্থানে আছে অনিল কুম্বলে ১১১ উইকেট তুলে নিয়ে। (IND vs AUS 2023)

নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন টড মার্ফি। অভিষেক টেস্ট ম‍্যাচে সাত উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন তিনি। দলের অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ঁ একটি মাত্র উইকেট নিয়েছিলেন‌। ম‍্যাচে অশ্বিন এমন কার্যকর বোলিং করলো কিভাবে? বাকিদের তুলনায়‌। সেই বিষয় প্রশ্ন করা হয়েছিলো রোহিতের কাছে, তিনি অশ্বিনের অভিজ্ঞতা এবার স্কিলের প্র্শংসা করে ভারত অধিনায়ক বলেছেন –

“ভারতের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছে অশ্বিন। একশো টেস্ট ম্যাচ খেলার দোরগোড়ায় দাড়িয়ে আছে। আমি নিশ্চিত আরও টেস্ট ম্যাচ খেলবে। ওর স্কিলটাই আলাদা, ক‍্যারম বল, স্লাইডার, টপ স্পিন, সবটুকু পারে। ওর এই সব টুকু আছে বলে একদম কাজের কাজটা করতে পারে। তাই প্রতি ম‍্যাচে ভালো থেকে ভালো তর পারফরম্যান্স দেয়।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুর টেস্টে ভারতের কাছে হার হজমের পর দলে একাধিক বদল আনছে অস্ট্রেলিয়া

দেশের হয়ে ৮৯ টা টেস্ট ম্যাচ খেলেছেন অশ্বিন এখনও অবধি। নিয়েছেন ৪৫৭ উইকেট ২৪.০৫ গড়ে। ৩১ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়ে দিলো ভারত। ভারতের জাদেজা – অশ্বিন স্পিন জুঁটি টিকতেই দিলোনা অসি ব‍্যাটারদের। এর ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুনঃ Women’s T20 WC : পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে প্রবল চাপে ভারত