Rashid Khan : আফগানিস্তানের নয়া টি টোয়েন্টি ক‍্যাপ্টেন নির্বাচিত হলেন রাশিদ খান

0
10
Rashid Khan : Rashid Khan has been selected as Afghanistan's new T20 captain
Rashid Khan : Rashid Khan has been selected as Afghanistan's new T20 captain

Rashid Khan – ২০২৩ সালে আফগানিস্তানকে টি টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দেবেন রাশিদ খান। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপের থেকে আফগানিস্তান ছিটকে যাওয়ার পর মহম্মদ নাবি দায়িত্ব ছেড়েছিলেন।

আফগানিস্তান সরাসরি খেলার সুযোগ করে নিয়েছিলো টুর্নামেন্টের সুপার টুয়েলভে। কিন্তু গোটা টুর্নামেন্টে একটিও ম‍্যাচে জিততে পারেনি তারা।গ্রুপ ১ এর শেষ পজিশনে টুর্নামেন্ট শেষ করেছিল তারা । (Rashid Khan)

টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে মহম্মদ নাবি ট‍্যুইট করে আফগানিস্তানের টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলো।নাবি সরে দাড়ানোর মাস দুয়েকের মধ্যে রাশিদ খান এই দায়িত্ব পেলেন। (Rashid Khan)

পরবর্তী সময়ে আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের তরফে নতুন টি টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ার পর একটা বিবৃতি দিয়েছেন রাশিদ খান। স্পিন বোলিং অলরাউন্ডার জানিয়েছেন দেশকে নেতৃত্ব দেওয়াটা একটা বিরাট দায়িত্ব তার কাছে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে এভাবে সিনিয়রদের বাদ দেওয়া ঠিক হয়নি, বললেন কোহলির ছোটোবেলার কোচ

আফগানিস্তানের নয়া টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার লক্ষ‍্যের বিষয় বলতে গিয়ে রাশিদ জানিয়েছেন,

“ক‍্যাপ্টেন্সি বিরাট দায়িত্ব। আমার এর আগেও দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। দলের সবার সাথে একটা ভালো বোঝাপড়া আছে আমার। ওদের সাথে খেলতে দিব‍্যি লাগে আমার। আমরা সবাই মিলে খুব পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাবো। দেশকে বিশ্ব ক্রিকেটের মঞ্চে একটা বিরাট জায়গায় নিয়ে যাওয়াই এখন লক্ষ‍্য আমাদের।”

এর আগে সাতটা টি টোয়েন্টি ম‍্যাচে আফগানিস্তান কে নেতৃত্ব দিয়েছেন রাশিদ খান। চারটিতে জিতেছেন, হেরেছেন তিনটে তে। আগামী দিন গুলোয় কেমন পারফরম্যান্স দেয় আফগানিস্তান তার নেতৃত্বে এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ ICC Men’s T20i Cricketer Of The Year : আইসিসির বর্ষসেরা পুরুষ টি ২০ ক্রিকেটারের জন্যে মনোনীত হলেন সূর্যকুমার যাদব