
Rashid Khan – ২৪ বছর বয়সে টি টোয়েন্টি ক্রিকেটের আঙিনায় নয়া নজির স্থাপন করলেন আফগান তারকা রাশিদ খান। টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ৫০০ টা উইকেট নেওয়ার নজির গড়লেন রাশিদ। ডোয়ান ব্রাভোর পাশাপাশি রাশিদ হলেন দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেটার যিনি ৫০০ উইকেট নেওয়ার নজির গড়লেন রাশিদ।
সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগে খেলার সময় এই নজির গড়েন রাশিদ। এম আই ক্যাপিটাল বনাম প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যে খেলা চলাকালীন এই রেকর্ড গড়েন রাশিদ খান। এম আই ক্যাপিটালের নেতৃত্ব দেন তিনি। এদিন ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নেন রাশিদ। (Rashid Khan)
ক্লাইড ফরচুনের রেকর্ড নেওয়ার মধ্যে দিয়ে এই নজির গড়েন তিনি। ১৪ বলে ১১ রান করেছেন এই ব্যাটার। অসাধারণ এই স্পেল চলাকালীন কুশল মেন্ডিস এবং রাইলে রুশোর উইকেট নেন তিনি। ম্যাচে ১৮২ রান তোলে এম আই ক্যাপিটালস। ২৭ বলে ৬২ রান করে ভিসিটর দল কে একটা অসাধারণ শুরুয়াত এনে দেন উইল জ্যাকস। (Rashid Khan)
The moment he reached 500 wickets 💙#MICTvPC #MICapeTown #OneFamily @rashidkhan_19 pic.twitter.com/MzWTMdqC5D
— MI Cape Town (@MICapeTown) January 23, 2023
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : আইপিএলে নজরকাড়া ইন্দোরের ভূমিপুত্রের কি আজ অভিষেক হবে ? জানালেন দ্রাবিড়
আফগানিস্তান কে ক্রীড়া মানচিত্রে তুলে ধরার জন্যে রাশিদ খানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক এবং ক্লাব ক্রিকেটে টি টোয়েন্টি ম্যাচের এই কম বয়সেই একজন কিংবদন্তি হয়ে উঠেছেন রাশিদ। সর্বকালের সেরা কিংবদন্তি হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা মজুদ আছে এই ক্রিকেটারের। (Rashid Khan)
গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করতে দেখা যায় রাশিদ খানকে। ২০২২ আইপিএল গুজরাট টাইটান্স কে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। এর আগে খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : রোহিত, কোহলিদের রঞ্জি ট্রফিতে খেলতে দেখতে চান ভারত কোচ রাহুল দ্রাবিড়