দলের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে হায়দ্রাবাদ’কে হেলায় হারাল মুম্বাই। (Ranji Trophy) চলতি রঞ্জি ট্রফি’তে পরপর দুই ম্যাচে জয় পেল অজিঙ্কা রাহানের দল। তবে এই ম্যাচের দিকে সবার নজর ছিল বেশি।
কার্যত, জাতীয় দল থেকে বাদ পড়ার পর এখন ঘরোয়া ক্রিকেট খেলছেন অজিঙ্কা রাহানে। চলতি রঞ্জি টুর্নামেন্টে (Ranji Trophy) হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ইনিংসে দ্বিশতরান করেছেন তিনি। পাশাপাশি যশস্বী জয়সওয়াল এবং সরফরাজ খান’ও শতরান করেন। তবে সূর্যকুমার যাদব অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ব্যাটার’দের দাপটে প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৬৫১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে মুম্বাই।
তবে হায়দ্রাবাদের বোলার’রা মুম্বাইয়ের বিরুদ্ধে দাগ কাটতে ব্যর্থ হয়। প্রথম ইনিংসে শুধুমাত্র কার্তিকেয়া তিন উইকেট নিয়েছেন। তাছাড়া আর কেউ সেইভাবে নজর কাড়তে পারেননি। ফলে যা হওয়ার তাই হয়েছে। দুর্বল বোলিং লাইনআপ’কে নিয়ে কার্যত ছেলেখেলা করতে থাকেন রাহানে’রা।
তাছাড়া এই মুহূর্তে মুম্বাই দলে একাধিক জাতীয় দলের ক্রিকেটার খেলছেন। রাহানে রয়েছেন, সেই সঙ্গে সূর্যকুমার যাদব’ও রয়েছেন। তবে এই ম্যাচে দাগ কাটতে ব্যর্থ পৃথ্বী শ। দ্বিশতরান করে রাহানে জাতীয় দলে ফেরার দাবি জোরালো করেছেন। কারণ নতুন বছরে আছে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজ। তারপর অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে বিরাট কোহলি’দের। আর সেই সিরিজেই জাতীয় দলে কামব্যাক করতে চান জিঙ্কস। (Ranji Trophy)
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : টেস্ট দল থেকে কোহলিকে বাদ দেওয়ার দাবিতে সরব নেটিজেনরা
প্রসঙ্গত, ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২১৪ রানে অলআউট হয়ে যায় হায়দ্রাবাদ। রোহিত রায়াডু’র ৭৭ রান ছাড়া আর কেউ ৫০ রানের গন্ডি পেরতে পারেনি। ফলে যা হওয়ার তাই হয়। মুম্বাই বোলার’দের দাপটে কার্যত ভেলায় ভেসে যায় হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার।
ফের হায়দ্রাবাদ’কে ফলোঅন করিয়ে ব্যাট করতে পাঠান মুম্বাই অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসে ৪৩৭ রানে পিছিয়ে ইনিংস শেষ করে হায়দ্রাবাদ। তখন থেকেই এই ম্যাচ জয়ের গন্ধ পেতে শুরু করে মুম্বাই শিবির।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সেই রান তুলতে পারেনি তন্ময় আগরওয়ালের দল। দ্বিতীয় ইনিংসেও মাত্র ২২০ রানে অলআউট হয়ে যায় তারা। দ্বিতীয় ইনিংসে রাহুল বুদ্ধি ৬৫ রান করেন। মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে তনুষ কোটিয়ান পাঁচ উইকেট এবং শামস মুলানি চার উইকেট নেন। (Ranji Trophy)
প্রথম ইনংসেও এই মুলানি সাত উইকেট নিয়েছেন। তার দুর্দান্ত বোলিং বিপাকে ফেলে দেয় হায়দ্রাবাদ’কে। শেষমেশ অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে হায়দ্রাবাদ’কে ইনিংস সহ ২১৭ রানে হারাল মুম্বাই দল।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : ইনিংসে পাঁচ উইকেট নেওয়াটা কাল হলো কূলদীপের, মত হরভজন সিংয়ের