Ranji Trophy 2022 : শুক্রবার উত্তরপ্রদেশ’কে ৬ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু করলো বাংলা। অধিনায়কোচিত ইনিংস খেললেন অধিনায়ক মনোজ তিওয়ারি। শুরু থেকেই চালিয়ে খেলে দল’কে জিতিয়ে দিলেন তিনি। দুর্দান্ত খেলেছেন দলের আরেক ব্যাটার অনুষ্টুপ মজুমদার, তিনি করেন ৮৩ রান।
শেষ দিন জয়ের জন্য ১০১ রান প্রয়োজন ছিলো বাংলার। হাতে ছিলো আটটি উইকেট। এদিন স্কোরবোর্ডে কোনও রান না জুড়েই আউট হয়ে যান কৌশিক ঘোষ (৬৯)। এরপর নামেন মনোজ তিওয়ারি। (Ranji Trophy 2022)
মনোজ নেমেই শুরু থেকে চালিয়ে খেলা জারি রাখেন। তাকে দারুন সাপোর্ট দিয়েছেন অনুষ্টুপ মজুমদার। তৃতীয় উইকেটে দুজনে জোড়েন ৯৭ রান। একটা সময় অবধি মনে হচ্ছিলো এই জুঁটি খেলা শেষ করে দিয়ে ফিরবে, কিন্তু খেলার একেবারে শেষ মুহূর্তে রিঙ্কু সিংয়ের বলে আউট হয়ে যান অনুষ্টুপ। ১৭০ বলে ৮৩ রান করে ফেরেন তিনি। (Ranji Trophy 2022)
আরও পড়ুনঃ IPL 2023 : রুতরাজ গায়কোয়াড়কে ভবিষ্যতের CSK অধিনায়ক হিসেবে দেখছেন প্রাক্তন ভারতীয় ওপেনার
Bengal Won by 6 Wicket(s) #BENvUP #RanjiTrophy Scorecard:https://t.co/ZqX7tJhfmU
— BCCI Domestic (@BCCIdomestic) December 16, 2022
এরপর ব্যাট করতে নেমে দলের হয়ে জয়সূচক রানটি করেন শাহবাজ আহমেদ। ১০৮ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন মনোজ। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ইশান পোড়েল দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট নিয়ে।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : অশ্বিন, কুম্বলের রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখলেন কূলদীপ যাদব