Ranji Trophy 2022 – বাবা সচিন তেন্ডুলকরের মতো প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করার নজির গড়লেন অর্জুন তেন্ডুলকর। বুধবার ১৪ ই ডিসেম্বর গোয়া ক্রিকেট সংস্থার অ্যাকাডেমির মাঠে গোয়ার এই বাঁ হাতি ব্যাটার সেঞ্চুরি করলেন রাজস্থানের বিপক্ষে।
সাত নম্বরে ব্যাট করতে নেমে সুইয়াশ প্রভুদেশাইয়ের সাথে ষষ্ঠ উইকেটে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ জোড়েন অর্জুন। ২০১ রানে ৫ উইকেট হারিয়েছিলো গোয়া, দল রীতিমতো চাপের মুখে তখন, যখন ব্যাট করতে নেমেছিলেন অর্জুন। (Ranji Trophy 2022)
১১ ই ডিসেম্বর, ১৯৮৮ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৎকালীন বম্বের (বর্তমান মুম্বই) হয়ে গুজরাটের বিরুদ্ধে রঞ্জি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন সচিন তেন্ডুলকর। (Ranji Trophy 2022)
এর আগে মুম্বইয়ের রঞ্জির দলে সুযোগ হয়েছিলো অর্জুন তেন্ডুলকরের। কিন্তু কখনও প্রথম একাদশে জায়গা হয়নি তার গোটা মরশুম জুড়ে। (Ranji Trophy 2022)
গোয়ার হয়ে সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে বাঁ হাতি সিমার আট উইকেট নিয়েছিলেন, তিনটি ম্যাচে নট আউট ছিটকে, এছাড়া সৈয়দ মুস্তাক আলী ট্রফির সাত ম্যাচে দশ উইকেট নিয়েছিলেন তিনি।
1988 December – Sachin Tendulkar scored his hundred on Ranji debut.
— Johns. (@CricCrazyJohns) December 14, 2022
2022 December – Arjun Tendulkar scored his hundred on Ranji debut.
Arjun Tendulkar hits a century against Rajasthan in the first match of Ranji Trophy 2022, coming in at number 7.
— 12th Khiladi (@12th_khiladi) December 14, 2022
Centuries and Tendulkars 👀 pic.twitter.com/vhU2YssLav
আগামী ২৩ শে ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আইপিএল ২০২৩ সালের মিনি নিলাম। অবশ্য তার আগে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ান মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার পূত্রকে দলে ধরে রেখেছে ৩০ লাখ টাকার বিনিময়ে।
২০২১ সালে মুম্বই ফ্রাঞ্চাইজি’কে দলে নিয়েছিলো। কিন্তু এখনও অবধি আইপিএল অভিষেক হয়নি। তাই চলতি রঞ্জিতে ট্রফিতে গোয়ার হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেওয়ার মধ্যে এম আই এর টিম ম্যানেজমেন্টের নজরকাড়ার চেষ্টা করবেন তিনি।
সম্প্রতি একটা সাক্ষাৎকার প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান বলেছিলেন অর্জুন খুব পরিশ্রমী একজন ক্রিকেটার, কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে ওর। তিনি বলেন,
“নেটে ঘন্টার পর ঘন্টা অর্জুনের সাথে কাটিয়েছি, বেশ কিছু উইকেট নেওয়ার ট্রিক্স শিখিয়েছি, ভীষণ পরিশ্রমী একজন ক্রিকেটার ও, যে শিখতে চায় সব সময়, আমার ওর এই ব্যাপারটা খুব ভালো লাগে। সচিন তেন্ডুলকরের সন্তান হওয়ার চাপ আজীবন থেকে যাবে ওর উপর।এটাকে নিয়ে আজীবন বেঁচে থাকতে হবে ওকে। এটাই ওকে বড়ো ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করবে।”
MI current squad: Rohit Sharma (captain), Tim David, Ramandeep Singh, Tilak Varma, Suryakumar Yadav, Ishan Kishan, Tristan Stubbs, Dewald Brevis, Jofra Archer, Jasprit Bumrah, Arjun Tendulkar, Arshad Khan, Kumar Kartikeya, Hrithik Shokeen, Jason Behrendorff, and Akash Madhwal.
Purse remaining: INR 20.55 crore
Overseas slots remaining: Three