Ranji Trophy 2022-23 : সৌরাষ্ট্রের বিরুদ্ধে চমকপ্রদ দ্বিশতরান করে সকলকে তাক লাগালেন মায়াঙ্ক আগারওয়াল

0
38
Ranji Trophy 2022-23 : Mayank Agarwal scores double hundred against Saurashtra in Ranji Trophy semifinal
Ranji Trophy 2022-23 : Mayank Agarwal scores double hundred against Saurashtra in Ranji Trophy semifinal

বর্ডার-গাভাস্কার ট্রফির আগে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2022-23) সেমিফাইনালে ব্যাট হাতে ঝকঝকে শতরান করেছিলেন কর্ণাটকের ব্যাটার মায়াঙ্ক আগারওয়াল। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে শতরান করেন তিনি। এবার ম্যাচের দ্বিতীয় দিনেও সেই দাপট বজায় রাখলেন মায়াঙ্ক। করলেন দ্বিশতরান।

একদিকে যখন নাগপুরে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট চলছে, তখন চুপচাপ নিজের কাজটি করে গেলেন মায়াঙ্ক। শেষ পর্যন্ত ২৪৯ করে রান আউট হয়ে ইনিংসের সমাপ্তি ঘটে কর্ণাটকের অধিনায়কের।

রঞ্জির (Ranji Trophy 2022-23) গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিশতরান করলেন তিনি। মায়াঙ্কের এই দ্বিশতরানের ফলে কর্ণাটক বর্তমানে বড় রানের পথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত বনাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে দলে সুযোগ পাননি মায়াঙ্ক। দলে সুযোগ না পাওয়ায় স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েন তিনি। প্রকাশ্যে কখনই কিছু বলেননি মায়াঙ্ক। তবে রঞ্জির ২২ গজে এই মারকাটারি পারফরম্যান্সের মাধ্যমে তাকে দলে না নেওয়ার উত্তর দিয়ে দিলেন তারকা এই ব্যাটার।

এদিন ৩৬৭ বলে দ্বিশতরান করেন মায়াঙ্ক। তিনি সংগ্রহ করেন ২৩ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারি। সেখানেই থেমে থাকেননি তিনি। দ্বিশতরানের পর চালিয়ে খেলতে থাকেন আগারওয়াল।  কোনও বোলারকেই রেয়াত করেনি তিনি। (Ranji Trophy 2022-23)

সৌরাষ্ট্র কার্যত চাপে পড়ে যায়। এমন অবস্থান তারা বোলিং অর্ডারে পরিবর্তন আনলেও খুব একটা লাভের লাভ কিছু হয়নি। তাবে মায়াঙ্কের এমন ব্যাটিং দেখে এটা পরিস্কার, তিনি ভারতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন। ঠিক সেই জন্যই এমন পারফরম্যান্স করে চলেছেন তিনি। শেষ পর্যন্ত ২৪৯ করে রান আউট হন তিনি। ওপেন করতে নেমে একেবারে দশ নম্বরে আউট হন তিনি। তার ইনিংসের দৌলতেই ৪০৭ রান তোলে কর্ণাটক। নিজের এই বিধ্বংসী ইনিংসে ২৮ টি চার ও ছটি বিশাল ছক্কা মারেন মায়াঙ্ক।

বর্তমানে ঘরোয়া ক্রিকেটে ফর্মের মধ্যেই রয়েছেন কর্ণাটকের এই ব্যাটার। গত ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৮৩ রান করেন তিনি। এছাড়াও কেরলের বিরুদ্ধে দ্বিশতরান করেন মায়াঙ্ক। ২০৮ রান ছিল তার ঝুলিতে। ফলে সেদিক থেকে দেখতে গেলে রানের মধ্যেই রয়েছেন তিনি। এখন এটাই দেখার রঞ্জিতে দ্বিশতরানে পর ভারতীয় টেস্ট দলে জায়গা হয় কিনা। (Ranji Trophy 2022-23)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : রোহিত শর্মার হাফ সেঞ্চুরি, জাদেজার ৫ উইকেট, টেস্টের প্রথম দিন দাপুটে পারফরম্যান্স ভারতীয় দলের

এখনও পর্যন্ত প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। শেষ দুই টেস্টের জন্য এখনও দল ঘোষণা হয়নি। এখন এটাই দেখার বিষয় অজিদের বিরুদ্ধে শেষ দুই টেস্টের জন্য মায়াঙ্কের ভারতীয় দলের সুযোগ করে দেন কিনা নির্বাচকরা।

প্রসঙ্গত, শুভমন গিল আসার পর এই ব্যাটসম্যানদের সুযোগ পাওয়া বন্ধ হয়ে গিয়েছে। মায়াঙ্ক আগরওয়াল টিম ইন্ডিয়ার হয়ে ২১টি টেস্ট খেলেছেন। টেস্টে দারুণ পারফরম্যান্স করেছেন তিনি। মায়াঙ্ক ৩৬টি টেস্ট ইনিংসে ৪১.৩৩ গড়ে ১৪৮৮ রান করেছেন। তিনি টিম ইন্ডিয়ার হয়ে চারটি সেঞ্চুরি, ২টি ডাবল সেঞ্চুরি এবং ৬টি অর্ধশতক করেছেন। (Ranji Trophy 2022-23)

মায়াঙ্ক টেস্টে ১৮৯টি চার ও ২৮টি ছক্কা মেরেছেন। মায়াঙ্ক আগরওয়াল এখনও টিম ইন্ডিয়ার হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করেননি। যদিও তিনি পাঁচটি ওডিআই খেলেছেন, যাতে তিনি মাত্র ৮৬ রান করেছেন। মায়াঙ্ক আইপিএলের ১১৩ ম্যাচে ২৩৩১ রান করেছেন। (Ranji Trophy 2023)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : চলতি টেস্ট সিরিজে অসি বোলারদের ঘুম কাড়বেন কোহলি, আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন অসি অধিনায়ক