Ranji Final : ইডেনে বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির ফাইনাল দেখা সম্পূর্ণ বিনামূল্যে

0
19
Ranji Final : Bengal vs Saurashtra Ranji Trophy Final match can be watched completely free at Eden
Ranji Final : Bengal vs Saurashtra Ranji Trophy Final match can be watched completely free at Eden

Ranji Final – গত তিন মরশুমে এই নিয়ে দ্বিতীয় বারের মতো রঞ্জি ট্রফির ফাইনালে উঠলো বাংলা। রোববার মধ‍্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে ফাইনালে স্থান করে নেয় বাংলা। এই মধ‍্যপ্রদেশের কাছেই গতমরশুমের সেমি ফাইনালে হেরে গেছিলো বাংলা, এবার ফাইনালে ওঠার সাথে সাথে ফের আরেকবারের মতো রঞ্জি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে বাংলা দল। দীর্ঘ ৩৩ বছর হলো বাংলা দল রঞ্জি ট্রফি জেতেনি।

১৯৮৯ -৯০ মরশুমে শেষ বারের মতো ঘরের মাঠে রঞ্জি জিতেছিলো বাংলা দল। তাই সুদীর্ঘ ৩৩ বছর প‍র ফের আরেকবার ঘরের মাঠে রঞ্জি জয়ের সম্ভাবনা জেগে উঠতেই এখন দারুণ একটা উন্মাদনা কাজ করছে বাংলাকে কেন্দ্র করে। (Ranji Final)

বছর তিনেক আগেও সৌরাষ্ট্রের কাছে রঞ্জি ফাইনালে হেরেছিলো বাংলা। সেই বার সৌরাষ্ট্রের ঘরের মাঠে আয়োজন করা হয়েছিলো ফাইনাল। তাই এবার ঘরের মাঠে সৌরাষ্ট্রকে হারিয়ে বাংলার সামনে ট্রফি জয়ের একটা দারুণ সুযোগ আছে। পাশাপাশি সেইবার হারের বদলা নেওয়ার’ও সুযোগ থাকছে। (Ranji Final)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ধর্মশালা থেকে সরলো ভারত – অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ 

ফাইনালে বাংলাকে সমর্থন করতে যাতে স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারে বেশি পরিমাণ সমর্থক, তাই গোটা ম‍্যাচ ফ্রিতে দেখানোর ব‍্যবস্থা করা হয়েছে। সোমবার পুলিশের সাথে নিরাপত্তার ব‍্যাপারে কথা বলা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হবে রঞ্জি ট্রফির ফাইনাল।

অন‍্যদিকে রঞ্জির ফাইনালের আগে সৌরাষ্ট্রের পেসার জয়দেব উনাদাকাটকে ছেড়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল তাদের বর্ডার গাভাস্কার ট্রফির স্কোয়াড থেকে। নাগপুর টেস্টে ভারতের প্রথম একাদশ ছিলেন না জয়দেব। রঞ্জির ফাইনালের কথা মাথায় রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। গতবার রঞ্জি জয়ী সৌরাষ্ট্রের দলে ছিলো জয়দেব।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : টেস্টে ভারতের সর্বকালের সেরা ম‍্যাচ উইনারদের একজন অশ্বিন, প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন তারকা