পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) ক্ষমতার পরিবর্তন হতেই, (Ramiz Raja) বর্তমানে কাদা–ছোড়াছুড়ি শুরু হয়েছে প্রাক্তন-বর্তমানে নিয়ে।
চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হওয়া রামিজ রাজা (Ramiz Raja), কিছুদিন আগেই নতুন চেয়ারম্যান নাজাম শেঠি’র কঠোর সমালোচনা করেছিলেন। এবার তার পাল্টা ব্যবস্থা হিসেবে রামিজ’কে আদালতে নেওয়ার হুমকি দিয়েছে শেঠি’র নেতৃত্বাধীন পিসিবি।
সম্প্রতি পিসিবি’র তরফে প্রকাশিত এক বিবৃতি’তে রামিজের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পথে এগোনোর কথা উল্লেখ করে লেখা হয়েছে,
“পিসিবি বিশ্বাস করে যে প্রাক্তন বোর্ড চেয়ারম্যান মিঃ রাজা’র করা মন্তব্যের আসল লক্ষ্য ছিল বর্তমান বোর্ড চেয়ারম্যান মিঃ শেঠি’র অনবদ্য সুনাম’কে কলঙ্কিত এবং ক্ষতিগ্রস্থ করা। পিসিবি তার চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি এবং বিশ্বাসযোগ্যতা রক্ষা করার জন্য আইনি প্রক্রিয়া চালানোর অধিকার সংরক্ষণ করে”
প্রসঙ্গত, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে চেয়ারম্যান হওয়া রামিজ’কে (Ramiz Raja) সরিয়ে দেওয়া হয় গত বৃহস্পতিবার। আকস্মিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার তিন দিন পর এবিষয়ে মুখ খোলেন তিনি। ইউটিউব ও টিভি চ্যানেলের একটি সাক্ষাৎকারে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার ধরন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রামিজ।
তিনি বলেন,
“তারা ক্রিকেট বোর্ডে একপ্রকার আক্রমণই করেছে। এমনকি আমার জিনিসপত্রগুলো নেওয়ারও সুযোগ দেয়নি। ১৭ জনের একটি দল অফিসে আসে। তাদের ভাব দেখে মনে হচ্ছিল, অফিস তল্লাশি করতে যেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির লোকেরা এসেছে।”
আরও পড়ুনঃ IND vs SL 2023 : আসন্ন ভারত সফরের জন্য টি-২০ এবং ওডিআই স্কোয়াড ঘোষণা করলো শ্রীলঙ্কা
এরপর নতুন দায়িত্ব পাওয়া নাজাম শেঠি’কে ক্রিকেটের বাইরের লোক উল্লেখ করে রমিজ (Ramiz Raja) বলেন,
“পাকিস্তান সরকার নাজাম শেঠি’কে দায়িত্ব দিতে একজন টেস্ট ক্রিকেটার’কে সরিয়ে দিয়েছে, যা খুবই অসম্মানজনক। আমার জীবনে এমন কিছু এর আগে কখনও দেখিনি।”
পরবর্তীতে রাজা’ রব্যক্তিগত জিনিসপত্র নিতে না দেওয়ার বিষয়ে পিসিবি’র তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়,
“বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা সালমান নাসির, রাজা’র অভিযোগ প্রত্যাখ্যান করে এটি নিশ্চিত করছেন যে তার জিনিসপত্র আলাদা করে রাখা হয়েছে। এগুলো আজই (বুধবার) রাজা’র (Ramiz Raja) কাছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পৌঁছে দেওয়া হবে। তাকে পিসিবি’তে ঢুকতে কখনোই বাধা দেওয়া হয়নি। যেকোনো সময় আসতে পারবেন উনি।”
আরও পড়ুনঃ MS Dhoni : ধোনি’র মেয়ে’কে নিজের সই করা জার্সি উপহার দিলেন বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি