Ramiz Raja : যে কারনে চাকরি খোয়ালেন আবারও সেই কাজই করে বসলেন রামিজ রাজা, ফের ভারত’কে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রাক্তন পিসিবি চেয়ারম্যানের

0
14
Ramiz Raja : 'India ko hazam nahi hua ki...', Ramiz Raja's explosive comment after fired as PCB chairman
Ramiz Raja : 'India ko hazam nahi hua ki...', Ramiz Raja's explosive comment after fired as PCB chairman

ফের মুখ খুললেন সদ্য প্রাক্তন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja)। কিছুদিন আগেই ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার। যে কারণে পদ হারাতে হয়েছে তাকে। এবার ফের একবার ভারতীয় ক্রিকেট বোর্ড’কে কটাক্ষ করলেন রামিজ।

তিনি বললেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত হেরে যাওয়ায় তাদের মাথা খারাপ হয়ে গেছে। পাকিস্তান তাদের থেকে এগিয়ে যাওয়ায় তা সহ্য করতে পারছে না ভারত।

প্রসঙ্গত, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত উঠতে পারেনি। খেলা হয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। যাতে ইংল্যান্ড জয় লাভ করে। এছাড়া এশিয়া কাপেও ভারতের পারফরম্যান্স তেমন  ভালো ছিল না। (Ramiz Raja)

অন্যদিকে, সদ্য শেষ হওয়া পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে অত্যন্ত শোচনীয় ভাবে হেরেছে বাবর আজম’রা। ঘরের মাঠে ০-৩ ব্যাবধানে সিরিজে হেরেছে তারা। এই শোচনীয় ফলাফলের পরে অনেক পরিবর্তন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে।

এই মাসের শুরুর দিকে রামিজ রাজা’কে (Ramiz Raja) পিসিবি চেয়ারম্যানের পদ পথ থেকে সরিয়ে নাজাম শেঠি’কে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবর্তন করা হয়েছে নির্বাচক মন্ডলীতেও। অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি’কে।

প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাক এবং রাও ইফতিয়ার আঞ্জুম’কে নির্বাচক মন্ডলীর সদস্য করা হয়েছে। বর্তমানে পাকিস্তান এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে।

এবার পদ থেকে সরিয়ে দেওয়ার পর রামিজ রাজা (Ramiz Raja) আবারও মুখ খুললেন ভারতের বিরুদ্ধে। তার দাবি তিনি চেয়ারম্যান থাকাকালীন পাকিস্তান দল ভারত’কে হারিয়েছে। তার ফলেই ভারতীয় নির্বাচক কমিটিতেও পরিবর্তন করতে হয়েছে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে পরাজয়ের পরে ভারতের নির্বাচক কমিটি ভেঙে ফেলা হয়। সেই প্রসঙ্গ টেনে রামিজ রাজা (Ramiz Raja) বলেন,

“আমরা সাদা বলের ক্রিকেটে অসাধারণ খেলেছি। আমরা এশিয়া কাপের ফাইনাল খেলেছি, ভারত সেটা খেলেনি। আমাদের কাছে হারের পরেই ভারত তাদের কমিটি ভেঙে ফেলেছে। ভারত হজম করতে পারেনি যে পাকিস্তান তাদের থেকে এগিয়ে গেছে। তারা তাদের প্রধান নির্বাচক কমিটি’কে বরখাস্ত করেছে। অধিনায়ক পরিবর্তন করেছে।”

আরও পড়ুনঃ Rishabh Pant : দূর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ঋষভ পন্তকে, দেখুন ভাইরাল ভিডিও

এরপর পিসিবি চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত হওয়ার বিষয়ে রামিজ বলেছেন,

“এটা ঠিক যেন ফ্রান্সের মতো। ফিফা বিশ্বকাপ ফাইনালে খেলার পরও তাদের পুরো বোর্ড’কে বহিস্কার করা হয়েছে। ঠিক তেমনই আমাদের ক্ষেত্রেও হয়েছে।”

রামিজ রাজা (Ramiz Raja) আরও জানান যে, তিনি পাকিস্তান অধিনায়ক বাবর আজম’কে দল পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিয়েছিলেন। যার ফলেই সাদা বলে ক্রিকেটে তাদের উন্নতি হয়েছে। তিনি বলেন,

“আমি এই দল’কে ঐক্যবদ্ধ রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। বাবর আজম’কে ক্ষমতা দিয়েছিলাম।  ক্রিকেট সেই বিরল খেলাগুলির মধ্যে একটি যেখানে অধিনায়কত্ব বড় অবদান রাখে। টিমের অধিনায়ক যদি ভালো হয় তাহলে ফলাফল ভালোই হবে। আমরা ভালো ফলাফল দিয়েছি।”

আরও পড়ুনঃ Rishabh Pant : ঋষভ পন্তকে চিনতেন না তার জীবন বাঁচানো বাস ড্রাইভার