
Ramiz Raja – পাকিস্তানে তখন সফরে এসেছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেট দল, সেই সময় প্রানে মারার হুমকি পেতেন, এমনটাই জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট রামিজ রাজা। এর ফলে ১.৫ কোটি পাকিস্তানি টাকার দামের বুলেট প্রুফ গাড়ি কিনতে বাধ্য হয়েছিলেন রামিজ রাজা।
Samaa TV কে এবিষয় দেওয়া একটি সাক্ষাৎকারে রামিজ রাজা (Ramiz Raja) জানিয়েছেন,
“এখন ওই বুলেট প্রুফ গাড়ি পিসিবির সম্পত্তি। আমি কিনিনি সেটা। আমার পরে এখন যিনি দায়িত্বে এসেছেন তিনি সেটা ব্যবহার করতে পারেন। আমি মৃত্যু হুমকি পেতাম, নাহলে কেউ কেনো হঠাৎ বুলেট প্রুফ গাড়ি কিনবে হঠাৎ।
আমি এবিষয় খুব বেশি কিছু একটা বলতে পারবোনা।তবে মার্চ মাসে (২০২২) যখন অস্ট্রেলিয়া পাকিস্তানে খেলতে আসে তখন থেকে এটা ব্যবহার করি আমি। আমার বাড়িতে ডিআইজি আসেন, তার পরামর্শ নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হয়। এরপর আমি ওই গাড়ি কিনতে বাধ্য হই।”
আরও পড়ুনঃ Indian Cricket in 2023 : নতুন বছরের শুরুতেই জেনে নিন টিম ইন্ডিয়া’র সারা বছরের ক্রীড়াসূচি
.@iramizraja took a brand new car worth 1 crore 65 lacs – @TheRealPCB management committee claimed #PAKvNZ #NajamSethi #RamizRaja pic.twitter.com/fj7YRp3Kuk
— muzamilasif (@muzamilasif4) December 28, 2022
১৯৯৮ সালের পর ২০২২ সালে পাকিস্তান সফরে এসেছিলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওই সময় পিসিবির চেয়ারম্যান ছিলেন রামিজ রাজা (Ramiz Raja)। ২০০৯ সালে পাকিস্তান সফরে আসা শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর জঙ্গি হানার পর ২০২১ সালে সাউথ আফ্রিকার ক্রিকেট দল ছিলো প্রথম বড়ো কোনও দল যারা পাকিস্তান সফরে আসে।
রামিজ রাজা পিসিবি প্রধান কালীণ ২০০৫ সালের পর ইংল্যান্ড ক্রিকেট দল প্রথম বার পাকিস্তান সফরে আসে। নিউজিল্যান্ড ক্রিকেট দল এসেও খেলে গেছে পাকিস্তানে। বাবর আজম নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ৩-০ ব্যবধান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে গেছিলো।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে এক বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ সারলেন হার্দিক পান্ডিয়া