Ramiz Raja : BCCI এর BJP মানসিকতা পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করছে, বিস্ফোরক দাবী রামিজ রাজার

0
18
Ramiz Raja :
Ramiz Raja : "BJP mindset in BCCI is affecting Pakistan cricket"

Ramiz Raja – বর্তমানে তিনি আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে নেই, তবুও কথায় কথায় ভারতীয় ক্রিকেট বোর্ড’কে নিশানা করা বন্ধ হচ্ছে না রামিজ রাজার। এবার পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতির ক্ষতি হওয়ার অন‍্যতম কারণ হিসেবে ভারতীয় জনতা পার্টিকে দায়ী করলেন তিনি।

লাহোরের গভমেন্ট কলেজ বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখা কালীণ রামিজ রাজা (Ramiz Raja) বলেছেন,

“অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে বিজেপি মানসিকতা। আমি পাকিস্তান জুনিয়র লিগ এবং পাকিস্তান উমেন’স লিগের যে সকল প্রস্তাবনা গুলো দিয়েছি, তা সবই ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট বোর্ড কে আর্থিক ভাবে সমৃদ্ধ করবে। এটা আমাদের কাছে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এখন।”

রামিজ (Ramiz Raja) বলেছেন ভারতের মতো দেশের থেকে বেশি পরিমাণে আর্থিক ভাবে লাভবান হয় আইসিসি, পাকিস্তানের এক্ষেত্রে ভূমিকা প্রায় নেই বললেই চলে। তবে ক্রমশ নিজেদের শক্ত জমিতে খাড়া করার চেষ্টা করছে তারা। এদিন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশ গুলোকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে আরো উদ‍্যোগী হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন তিনি। শুধুমাত্র টাকা এবং ক্ষমতার প্রভাবে আইসিসি প্রভাবিত হচ্ছে বলে মত তার।

এবছর এশিয়া কাপে অংশগ্রহণ করতে ভারত পাকিস্তানে যাবেনা বলে আগেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জয় শাহ। এরপর থেকে দুই দেশের মতো ফের নতুন সংঘাত জন্ম নিয়েছে। রামিজ তখন প্রেসিডেন্টের পদে, সেই সময় ভারতে অনুষ্ঠিত হতে চলা ৫০ ওভারের বিশ্বকাপ বয়কট করার হুমকি দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ Barcelona : লেওয়ানডস্কির উত্তরসূরী হিসেবে এই ব্রাজিলিয়ান বিস্ময়কে চিহ্নিত করলো বার্সেলোনা

এবিষয়ে রামিজ বলেছেন,

“আমি আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলাম, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমাদের একটি টুর্নামেন্ট আয়োজন করার দায়িত্ব দেওয়ার পর এখন যদি ভারত আমাদের দেশে না খেলতে আসে, এবং তার জন্যে যদি এশিয়া কাপ আয়োজন করার দায়িত্ব হারায় পাকিস্তান, তাহলে আমাদের কাছেও ভারতে আয়োজিত হতে চলা টুর্নামেন্ট বয়কট করার ক্ষমতা আছে।”

ঘরের মাঠে ইংল‍্যান্ডের কাছে পাকিস্তান টেস্ট সিরিজে ৩-০ ব‍্যবধানে হারার পর রামিজ রাজা (Ramiz Raja) পদ খুইয়েছেন নিজের। শুধু পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রশাসক মন্ডলী’ই নয়, তার পাশাপাশি নির্বাচন কমিটিও বদলেছে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : উমরান ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, উদীয়মান পেসারের ভূয়সী প্রশংসায় মজলেন প্রাক্তন পাক অধিনায়ক