IND vs SL 2023 : অবশেষে দেশের হয়ে খেলার সুযোগ পেলেন রাহুল ত্রিপাঠী, দেখুন ভিডিও 

0
16
Rahul Tripathi made his T20I debut for India in the 2nd match of IND vs SL 2023 T20 Series
Rahul Tripathi made his T20I debut for India in the 2nd match of IND vs SL 2023 T20 Series

IND vs SL 2023 – বৃহস্পতিবার ভারত – শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম‍্যাচে ভারতের হয়ে অভিষেক করলেন মহারাষ্ট্রের ব‍্যাটার রাহুল ত্রিপাঠী। পুণে অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের মাঠে এদিন ঘরের মাঠে দেশের হয়ে কেরিয়ারের প্রথম ম‍্যাচ খেলার সুযোগ পেলেন রাহুল।

খেলা শুরুর প্রাক্কালে অধিনায়ক, হেড কোচের উপস্থিতিতে ব‍্যাটিং কোচ বিক্রম রাঠোরের হাত থেকে অভিষেক ক‍্যাপ হাতে পেলেন রাহুল ত্রিপাঠী। সেই বিশেষ মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। (IND vs SL 2023) 

প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে খেলাকালীণ হাঁটুতে চোট পান সঞ্জু স‍্যামসন। এর ফলে রাহুলের দ্বিতীয় টি টোয়েন্টি ম‌্যাচে ওপেন করার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে এবং সেই জল্পনার অবসান ঘটলো এবার বলা চলে। (IND vs SL 2023)

এদিকে চোট লাগার পর সঞ্জুকে স্ক‍্যান করানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের কাছে পাঠানো হয়। তাকে বর্তমানে বিশ্রাম এবং চোট সারানোর পরামর্শ দেওয়া হয়েছে। (IND vs SL 2023)

সঞ্জু স্যামসনের চোট লাগার পর বিসিসিআই দ্বিতীয় টি টোয়েন্টি শুরুর আগে ভারতীয় দলে জুড়ে নেন বিদর্ভের উইকেট কিপার – ব্যাটার জীতেশ শর্মাকে। এছাড়া রুতরাজ গায়কোয়াড়ের’ও দলে ছিলেন। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট রাহুল ত্রিপাঠীকে দলে নেওয়ার ব‍্যাপারে সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ ICC Mens T20I Rankings : আইসিসি’র টি-২০ ব়্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি ক্যাপ্টেন হার্দিক সহ আরও ৩ ভারত তারকা’র

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল ২০২২ এ ভীষণ ভালো খেলেছিলেন রাহুল ত্রিপাঠী। তিন নম্বর ব‍্যাটারে ব‍্যাট করতে নেমে ১৪ ম‍্যাচে ৩৭.৫৫ গড়ে ৪১৩ রান করেন রাহুল। ১৫৮.২৪ স্ট্রাইক রেটে। আছে তিনটি হাফ সেঞ্চুরি।

এখনও অবধি মোট ১২৫ টি টি-২০ ম‍্যাচ খেলেছিলেন রাহুল, সেখানে ১৩১.৪ স্ট্রাইক রেটে ২৮০১ রান করেছিলেন। আছে ১৭ ট হাফ সেঞ্চুরি। নিয়েছে ১২ টা উইকেট।

আরও পড়ুনঃ Asia Cup 2023 : আসন্ন এশিয়া কাপে আরও একবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান, জানুন বিস্তারিত