Rahul Dravid : বাপ কা বেটা – কর্ণাটকের অনূর্ধ ১৪ দলের ক‍্যাপ্টেন নির্বাচিত হলেন ভারত কোচ দ্রাবিড়ের ছেলে

0
193
Rahul Dravid : Rahul Dravid's son Anvay named captain of Karnataka Under-14 Cricket team
Rahul Dravid : Rahul Dravid's son Anvay named captain of Karnataka Under-14 Cricket team

Rahul Dravid – বাবার পদাঙ্ক অনুসরণ করছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে আনভয় দ্রাবিড়। একটি জোনাল টুর্নামেন্টে কর্ণাটকের অনূর্ধ ১৪ দলের ক‍্যাপ্টেন নির্বাচিত হয়েছেন তিনি। প্রায় নিজের ভালো ব‍্যাটিংয়ের সুবাদে খবরের শিরোনামে উঠে আসেন আনভয়। ধারাবাহিক ভাবে ভালো খেলার সুফল পেলেন তিনি। নির্বাচিত হলেন দলের অধিনায়কের পদে।

বাবার মতো আনভয় ও একজন উইকেট কিপার ব‍্যাটার। ভারতের হয়ে একটা দীর্ঘ সময় উইকেট কিপিং করেছেন রাহুল দ্রাবিড়। ওই সময় দলে বেশ কিছু নতুন মুখ ছিলো, তাই রাহুল একপ্রকার সেই দায়িত্ব নিতে বাধ‍্য হন। মহেন্দ্র সিং ধোনির আসার পর থেকে একজন স্পেশালিস্ট ব‍্যাটার হিসেবে খেলতেন বর্তমান ভারতর কোচ। (Rahul Dravid)

আনভয়ের দাদা সামিত’ও একজন ক্রিকেটার। ২০১৯-২০ মরশুমে অনূর্ধ ১৪ টুর্নামেন্টে ডবল সেঞ্চুরি করে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। ইতিমধ্যে সামিত নিজের নাম করে নিয়েছেন ক্রিকেটের আসরে। এবার পালা আনভয়ের।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : দুশোর ক্লাবে শুভমান গিলকে স্বাগতম জানালেন রোহিত শর্মা, দিলেন ইশান কিষাণকে খোঁচা

এদিকে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ব‍্যস্ত তার জাতীয় দলকে নিয়ে। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ভারত, যার প্রথম ম‍্যাচ ১২ রানে জিতেছে টিম ইন্ডিয়া‌শুভমান গিলের ২০৮ রানের ইনিংসের উপর নির্ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫০ রান টার্গেট দেয় ভারত। পরবর্তী সময়ে ৭৮ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলো মাইকেল ব্রেসওয়েল, তবে শেষ অবধি ৩৩৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড।

শনিবার ২১ শে জানুয়ারি ভারত – নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচে খেলবে। এই ম‍্যাচ জিতলে ভারতের ফের আরেকটা সিরিজ জেতা হবে। ২৪ শে জানুয়ারি শেষ ওয়ানডে ম‍্যাচ খেলা হবে ইন্দোরে।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : হার্দিকের বিতর্কিতভাবে আউট হওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন স্ত্রী নাতাশা