
বিরাট কোহলি’র পদত্যাগের পর থেকে ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্ব (R Ashwin) যেন মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে গিয়েছে। কেএল রাহুল থেকে শুরু করে হার্দিক পাণ্ডিয়া, সব মিলিয়ে সাত জন খেলোয়াড় ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন এখনও পর্যন্ত। রাহুল এবং হার্দিক বাদে, ঋষভ পন্ত, জসপ্রীত বুমরাহ, শিখর ধাওয়ান সকলেই অধিনায়কত্ব করেছেন দলের। আর রোহিত শর্মা তো রয়েছেনই।
এই অধিনায়কত্বের ইঁদুর-দৌড় কিছুটা হলেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার উজ্জ্বলতা কেড়ে নিয়েছে। (R Ashwin) যদিও এখনও হার্দিক পাণ্ডিয়া’কে আনুষ্ঠানিক ভাবে ভারতের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে নিয়োগ করা হয়নি, তবে মনে করা হচ্ছে যে, আর কিছু দিনের মধ্যেই ভারতীয় দলে দুজন অধিনায়ক থাকবে। টি-টোয়েন্টি’তে হার্দিক’কে দায়িত্ব দিলে, রোহিতকে ওয়ানডে এবং টেস্টের দায়িত্ব দেওয়া হবে।
সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) দলের নেতৃত্বের বিষয়ে বিশেষ মন্তব্য করেছেন। এক দশক ধরে ভারতীয় দলে রয়েছেন তিনি। কিন্তু অধিনায়কত্ব নিয়ে তার নাম কখনওই সামনে আসেনি। তিনি অবশ্য আইপিএলে ২০১৮ সালে পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব করেছেন। কিন্তু যখনই টিম ইন্ডিয়া’র অধিনায়কত্বের কথা এসেছে, তখন কখনও অশ্বিনের নাম শোনা যায়নি।
এর কোনও সুনির্দিষ্ট কারণও কখনওই সামনে আসেনি। কিন্তু বিদেশে প্লেয়িং-ইলেভেনের স্থায়ী সদস্য না হওয়ার কারণে, তার (R Ashwin) নাম সম্ভবত উপেক্ষিত ছিল।
এই প্রসঙ্গে অশ্বিন জানিয়েছেন যে, তিনি সুযোগ পেলে নেতৃত্ব দেবেন, কিন্তু ভারতের অধিনায়কত্ব না করাটা তার ঘুম কেড়ে নিচ্ছে, এমনটাও নয়। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া একটি সাক্ষাৎকারে অধিনায়কত্বের বিষয়ে অশ্বিন বলেছেন,
“আমি সব ধরনের সুযোগের জন্য প্রস্তুত। কিন্তু, ভারতের অধিনায়কত্ব না করা এমন কিছু নয়, যা আমার রাতের ঘুম উড়িয়ে দেবে। অবসর নেওয়ার পর হয়তো আমার কাছে এই প্রশ্নের উত্তর থাকবে। কিন্তু ততদিন স্বপ্ন দেখতে থাকবো আর সুযোগের অপেক্ষায় থাকবো।”
আরও পড়ুনঃ IND vs SL 2023 : অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন রোহিত শর্মা, হৃদয় ভাঙলো ফ্যানেদের
এই মুহূর্তে ভারতের পরবর্তী সাদা বলের অধিনায়ক হিসেবে তৈরি করা হচ্ছে হার্দিক’কে। তিনি ইতিমধ্যেই টি-টোয়েন্টি’তে ভারত’কে নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা’র বিরুদ্ধে সিরিজে তার নেতৃত্বে জিতেছে ভারত। পাশাপাশি ২০২২ সালের আইপিএলের অভিষেকেই, হার্দিকের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স।
এমনকি হার্দিক ওডিআই’তেও রোহিতের উত্তরসূরি হতে চলেছেন। অধিনায়ক হার্দিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অশ্বিন (R Ashwin)। তিনি বলেছেন,
“ও (হার্দিক) খুব স্মার্ট ক্রিকেটার। আমি ওর মধ্যে যে জিনিসটি পছন্দ করি, সেটা হল ও খুব ঠাণ্ডা মাথার। ও শান্ত এবং স্বাচ্ছন্দ্যময়। আমি মনে করি, এটি দলের পরিবেশ’কে বেশ স্বস্তি দেয় এবং খেলোয়াড়’রা একটি ইউনিট হিসেবে ভালো পারফর্ম করে।”
প্রসঙ্গত, অশ্বিন (R Ashwin) ২০১৮ এবং ২০১৯ সালে পাঞ্জাব কিংস’কে নেতৃত্ব দিয়েছিলেন। তবে অধিনায়ক হিসেবে তার রেকর্ড একেবারেই চিত্তাকর্ষক ছিল না। অশ্বিনের নেতৃত্বে পাঞ্জাব ২৮ টির মধ্যে ১৬ টি ম্যাচ জিতেছিল। তাদের জয়ের গড় ছিল ৪৩ শতাংশ।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : কেরিয়ারের ৪৫ তম সেঞ্চুরি করে গর্জে উঠলেন কোহলি, দেখুন সেই ভিডিও