
ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু’র আগেই শোরগোল পড়ে গিয়েছে উদ্বোধনী ম্যাচ’কে কেন্দ্র করে। আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে উঠেছে অভিযোগ, ওপেনিং ম্যাচে ইকুয়েডর’কে হেরে যাওয়ার প্রস্তাব দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
সদ্য চাঞ্চল্য ছড়িয়েছিলো The British Center for Middle East Studies ডিরেক্টর Amjad Taha-র করা একটি ট্যুইট ঘিরে। সংশ্লিষ্ট ব্যক্তি অভিযোগ তুলেছিলেন উদ্বোধনী ম্যাচ হারতে ইকুয়েডর’কে ৭.৪ মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছে। (FIFA World Cup 2022)
“এক্সক্লুসিভ : আট ইকুয়েডরের ফুটবলার’কে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে কাতার ম্যাচের দ্বিতীয়ার্ধে ১-০ ব্যবধানে ম্যাচ হেরে যাওয়ার জন্য। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। আশা করি খবরটা মিথ্যা।” – এমনটাই জানা গিয়েছে সূত্রের মারফত।
আরও পড়ুনঃ India VS Bangladesh 2022 : বাংলাদেশ সফরের প্রস্তুতিতে নেমে পড়লেন রোহিত শর্মা
Exclusive: Qatar bribed eight Ecuadorian players $7.4 million to lose the opener(1-0 ⚽️ 2nd half). Five Qatari and #Ecadour insiders confirmed this.We hope it's false. We hope sharing this will affect the outcome.The world should oppose FIFA corruption.@MailSport #WorldCup2022
— Amjad Taha أمجد طه (@amjadt25) November 17, 2022
The 2018 FIFA World Cup opening match was a high-scoring match 💥 What will Qatar vs Ecuador have in store for us? 👀 pic.twitter.com/0gQ95120Iz
— SuperSport Football ⚽️ (@SSFootball) November 19, 2022
ইকুয়েডরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে খেলতে নামার আগে কাতারের কোচ ফেলিক্স স্যাঞ্চেজ এই চাঞ্চল্যকর অভিযোগ সম্পর্কে মুখ খুললেন। স্যাঞ্চেজ, গোটা ব্যাপার’টাকেই ভিত্তিহীন বলে উড়িয়েছেন। তার বক্তব্য – (FIFA World Cup 2022)
“আমরা গত কয়েক বছর ধরে প্রচুর পরিশ্রম করছি। প্রস্তুতি নিচ্ছিলাম বিশ্বকাপের। আমরা একসাথে সব সময় খুবই শক্তিশালী। রাত পোহালে বিশ্বকাপে খেলতে নামবো এটা ভেবেই আলাদা একটা আনন্দ কাজ করছে। আমাদের মনোযোগ এখন কারোর পক্ষেই নষ্ট করা সম্ভব নয়। প্রতিপক্ষ’কে হাল্কাভাবে নেওয়ার কোনও মানে নেই, তবে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি।”
দল’কে এতো মারাত্মক একটা অভিযোগ ওঠায় এখন ক্ষোভে ফুটছে স্যাঞ্চেজ। ছেলেদের মাঠে খেলেই এর জবাব দিতে বলেছেন কাতার কোচ। পরামর্শ দিয়েছেন ম্যাচের উপর ফোকাস রাখতে। (FIFA World Cup 2022)
রোববার ভারতীয় সময় রাত ৯:৩০ টায় ইকুয়েডরের মুখোমুখি হতে চলেছে কাতার। এরপর ২৫ শে নভেম্বর সেনেগাল এবং ২৯ শে নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে স্যাঞ্চেজের দল।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : গিল এখন অনেক পরিণত, বলছেন রবি শাস্ত্রী