Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুরে দর্শকদের মন কাড়লেন ‘পুষ্পা’ওয়ার্নার, দেখুন ভিডিও 

0
15
'Pushpa' Warner captivated the audience in Border-Gavaskar Trophy, 1st Test
'Pushpa' Warner captivated the audience in Border-Gavaskar Trophy, 1st Test

Border-Gavaskar Trophy, 1st Test – ভারতে জনপ্রিয় সকল বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন‍্যতম একজন অস্ট্রেলিয়ার ওপেনিং ব‍্যাটার ডেভিড ওয়ার্নার। তাকে প্রবল পরিমাণে ভালোবাসেন ভারতীয় ফ‍্যানেরা। নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে ভারত – অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন’ও সেই ব্যাপারটা টের পাওয়া গেছে।

মাঠে উপস্থিত দর্শকরা ওয়ার্নারের কাছে আব্দার করেন আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবির ‘মে ঝুকেগা নেহি’ মুহুর্তটি নকল করতে। তাদের সেই আব্দার রাখলেন ওয়ার্নার ড্রেসিংরুম থেকে।

৩৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ার ওপেনারের বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নাগপুরে ভারত – গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচে তার খেলা খুব বিশেষ একটা জমেনি। জ্বলে ওঠেনি তার ব‍্যাট। যার জেরে মারাত্মক চাপের মুখে পড়ে যায় তার দল।

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচ দেখতে নাগপুরের দর্শক সমাগম হয়েছিলো প্রচুর। এমন আরেকটি ভাইরাল ভিডিওতে ডেভিড ওয়ার্নারকে দেখা গেছে ফিল্ডিং করাকালীন নাচের ছন্দে দর্শকদের মন মাতাতে।

প্রসঙ্গত, শনিবার নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ জিতে নিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে তাই স্বভাবতই খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : “রিপ্লেটা স্ক্রিনে দেখা” খেলা চলার মাঝে চটলেন রোহিত শর্মা ! দেখুন ভিডিও

এই জয়ের সুবাদে চার ম‍্যাচের টেস্ট সিরিজে ১-০ ব‍্যবধানে এগিয়ে গেলো টিম ইন্ডিয়া। পাশাপাশি এখনও জীবিত থাকলো ভারতের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার আশা। আগামী ৭ ই জুন আইকনিক ওভাল স্টেডিয়ামে খেলা হবে এই ম‍্যাচ।

আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভারত সেই ম‍্যাচ জিতে ২-০ ব‍্যবধানে এগিয়ে যেতে চাইবে এই সিরিজে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অশ্বিনের স্পিন জাঁদুতে মজলেন রোহিত শর্মা