স্বপ্নের মতো কাটছে ২০২২। এবার পকেটে ঢুকল আইপিএলের চুক্তিও। (IPL 2023) কথা হচ্ছে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকন্দর রাজা’কে নিয়ে। অস্ট্রেলিয়া’য় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে নিজের অলরাউন্ড দক্ষতা দেখিয়ে সবার নজর কেড়েছিলেন জিম্বাবুয়ের এই তারকা ক্রিকেটার। সেই ক্রিকেটারকেই শুক্রবার নিলামে বেস প্রাইসে কিনে নেয় পাঞ্জাব কিংস।
আইপিএলে খেলার সুযোগ পাওয়ার পরই জিও সিনেমার অনুষ্ঠানে স্পষ্ট হিন্দিতে নিজের আনন্দের বহিঃপ্রকাশ ঘটান রাজা। ৩৬ বছর বয়সি সিকন্দর’কে গতকাল পাঞ্জাব কিনে নেয় মাত্র ৫০ লাখ টাকায়। তবে টাকার থেকেও বড় কথা ‘সুযোগ’। সেটাই ফুটে ওঠে সিকন্দরের কথায়। রাজা জানান, নিলামের সময় তিনি অনুশীলন করছিলেন। (IPL 2023) তিনি বলেন –
“আমি শান্তই ছিলাম, কিন্তু মাঝে মাঝে নার্ভাসও হয়ে পড়ছিলাম। আমার মাথায় অনেক রকম চিন্তাভাবনা চলছিল। হোটেলে ফিরে আমি এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছিলাম বারবার। ইন্টারনেট কানেকশন বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল।”
বিশ্বের তাবড় তাবড় সব টি-২০ লিগে নিজের কীর্তি দেখিয়ে এসেছেন সিকন্দর। পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন সিকন্দর। ভারতের ঘরোয়া লিগে খেলার সুযোগ পেয়ে সিকন্দর বলেন –
“আমি সবসময়ই ভাবতাম যে অবসর নেওয়ার আগে আইপিএলে একবার খেলতে পারলে খুবই ভালো হবে।”
সিকন্দর আরও বলেন –
“যেকোনও আইপিএল দলে সুযোগ পেলেই আমি খুশি হতাম। তবে নিজে পাঞ্জাবি মুন্ডা হয়ে পাঞ্জাবে সুযোগ পেয়ে আমি আপ্লুত।”
বর্তমানে নেপালের ঘরোয়া লিগে খেলতে কাঠমান্ডু’তে রয়েছেন সিকন্দর। সেখানে তিনি বিরাটনগর সুপারকিংসের হয়ে খেলছেন। এরপরই মার্চ মাসে তিনি বাংলাদেশে যাবেন বিপিএল খেলতে। এরপরই আইপিএলের অভিজ্ঞতা অর্জন করতে ভারতে পা রাখবেন তিনি।
চলতি বছরে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে তিনি দুরন্ত ছন্দে ছিলেন। বিশ্বকাপ থেকে সুপার-১২ পর্যায়’তেই ছিটকে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে নিজের অলরাউন্ড পারফরম্যান্সে সবার নজর কেড়েছিলেন রাজা। ২০০ রান করার পাশাপাশি ১০ টি উইকেট নিয়েছিলেন। (IPL 2023)
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : মীরপু্র টেস্টের তৃতীয় দিনের শেষবেলায় ভারতকে চাপে ফেললো বাংলাদেশ
বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া’র অলরাউন্ডার শেন ওয়াটসনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন রাজা। বিশ্বকাপে ২২৩ রান করেছিলেন রাজা। নিয়েছেন ১০ টি উইকেট’ও। তার সর্বোচ্চ স্কোর ছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে মাত্র ৪৮ গড়ে ৮২ রান করেছিলেন তিনি। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪, স্কটল্যান্ডের বিরুদ্ধে ৪০, ভারতের বিরুদ্ধে ৩৪, পাকিস্তানের বিরুদ্ধে ১৩ এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪০ রান করেছিলেন তিনি। (IPL 2023)
এদিকে বল হাতে পাকিস্তানের বিরুদ্ধে ২৪ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে’ও তিন উইকেট নিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ IPL 2023 : স্টোকস তাহলে পরবর্তী CSK অধিনায়ক, জবাব দিলেন বিশ্বনাথন