PSL – বেশ কিছু রিপোর্ট পাওয়া যাচ্ছিলো যে পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম পেশোয়ার জালমির মধ্যে ম্যাচ খেলার মাঝপথে বন্ধ হয়ে যায় বোম ব্লাস্টিংয়ের জন্যে। অবশ্য পাকিস্তানের মিডিয়ার দাবী মুসা চকে সেই ব্লাস্ট হয়েছিল এবং এই ম্যাচের সাথে তার কোনও লেনাদেনা নেই।
পাকিস্তান সুপার লিগ শুরুর আগে কোয়েটায় সরফরাজ আহমেদের কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে বাবর আজমের পেশোয়ার জালমি মুখোমুখি হয়েছিল একটি প্রদর্শনী ম্যাচে। ম্যাচে টসে জিতে বাবর প্রথমে ব্যাট করতে পাঠায় কোয়েটাকে, ইফতিখার আহমেদের ৫০ বলে অপরাজিত ৯৪ * রানের ইনিংসের উপর নির্ভর করে গ্লাডিয়েটর্স ২০ ওভারে ১৮৪ রান তোলে ৫ উইকেটে। (PSL)
প্রথম ইনিংসের পর এই ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। জানা যায় বোম ফাটার ফলে এই ম্যাচ বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। তবে ওখানকার স্থানীয় রিপোর্ট অনুযায়ী মাঠে উপস্থিত দর্শকরা বিশৃঙ্খল সৃষ্টি করলে এই ম্যাচ বন্ধ করতে বাধ্য হয়েছিলেন দর্শকরা। (PSL)
Osnit TV এর দাবী বিস্ফোরন ঘটেছিলো কোয়েটাতে, এবং সেটার সাথে বুগতি স্টেডিয়ামের সাথে কোনও সম্পর্কে নেই। (PSL)
There was no bomb blast. It was only a hoax. The game between Quetta and Peshawar stopped due to crowd disturbance. #PSL
— Saif Ahmed (@saifahmed75) February 5, 2023
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : এখনও নিজের সেরাটা দিতে পারেননি কোহলি, দাবী প্রাক্তন পাকিস্তানের অধিনায়কের
According to reports no blast around the cricket stadium in Quetta where T20 match between Quetta gladiators and Peshawar Zalmi teams are playing
— OsintTV📺 (@OsintTV) February 5, 2023
Blast reported in Musa Chowk (Police quarters) in Quetta
Awaiting for official update pic.twitter.com/LcUZE3A4ar
খুব শীঘ্রই শুরু হবে পাকিস্তান সুপার লিগের নতুন মরশুম। তার আগে কোয়েটা এবং পেশোয়ার, দুই দল চাইছে জয় পেয়ে নিজেদের একটা মোমেন্টাম তৈরি করতে। ইফতিখার আহমেদের বিধ্বংসী ফর্ম অবশ্য ম্যাচে চালকের আসনে বসিয়ে দিয়েছে গ্ল্যাডিয়েটর্সকে।
ওয়াহাব রিয়াজকে ছয় ছক্কা হাঁকান আহমেদ। ৩ উইকেট নিলেও রিয়াজ ৪৭ রান দিয়েছেন। বাবর আজম, শাহীদ আফ্রিদি, মহম্মদ হ্যারিস এবং আজম খানের মতো ক্রিকেটারেরা আছেন পেশোয়ার জালমি দলে।
আরও পড়ুনঃ Vinod Kambli : মত্ত অবস্থায় বউকে মারধর, FIR দায়ের করা হলো বিনোদ কাম্বলির নামে