PSL 2023 : টুর্নামেন্টের শুরুতেই বিপত্তি ! ফ্লাডলাইটে আগুন লেগে দেরিতে শুরু হল পিএসএল ২০২৩’এর উদ্বোধনী ম্যাচ, দেখুন ভিডিও

0
10
PSL 2023 : Opening game of PSL 8 gets delayed as part of floodlight catches fire (Watch)
PSL 2023 : Opening game of PSL 8 gets delayed as part of floodlight catches fire (Watch)

শুরু হয়ে গিয়েছে ২০২৩ সালের পাকিস্তান সুপার লিগ। (PSL 2023) এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুলতান সুলতান ও লাহোর কালান্দার্স। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মুলতানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। তবে দুই দলের মধ্যে এই ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে একটি দুর্ঘটনা ঘটে যায়।

আসলে এই ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে লাগানো ফ্লাডলাইটে আগুন লেগে গিয়েছিল। তবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাঠের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর পরে আবারও ম্যাচ শুরু হয়ে যায়। (PSL 2023)

বিভিন্ন মিডিয়ার দ্বারা এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিজ্যুয়াল অনুসারে, ২০২৩’এর পিএসএল মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির কারণে এই আগুন লেগেছিল। ফায়ার ব্রিগেড তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে পৌঁছে যায়, এই আকস্মিক ঘটনাটা টসের আগে উদ্বেগজনক মুহূর্তের সৃষ্টি করেছিল। এ ঘটনায় কারোর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ক্রমশ ভাইরাল হচ্ছে। একই সঙ্গে ক্রিকেট ভক্তরা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা নিয়ে নিজেদের ব্যক্তিগত মতামত’ও দিয়েছেন। (PSL 2023)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy 2023 : চার টেস্টের এই সিরিজে বড় পার্থক্য গড়ে দেবে ভারতের লোয়ার অর্ডার ব্যাটাররা, এমনই দাবী অজি কোচের

এবার আসা যাক এদিনের ম্যাচের প্রসঙ্গে, এই সদ্য আরম্ভ মরশুমের প্রথম ম্যাচটিই রুদ্ধশ্বাস জায়গায় পৌঁছে ছিল। মুলতান সুলতানের বিরুদ্ধে মাত্র ১ রানে ম্যাচ জেতে লাহোর কালান্দার্স। এই ম্যাচে নিজেদের ঘরের মাঠে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুলতান সুলতান।

প্রথমে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। ফাখার ৪২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। এদিনের ইনিংসে তিনি মেরেছিলেন তিনটি চার ও পাঁচটি ছক্কা। লাহোর নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান করে।

জবাবে মুলতানেরও শুরুটা দারুণ হয়েছিল। শান মাসুদ ও রিজওয়ান দলের শুরুটা দারুণ করেছিলেন তবে তাদের ইনিংসটি ছিল একটু স্লো। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মুলতান তোলে ১৭৪ রান। ফলে টানটান উত্তেজনার ম্যাচে মাত্র এক রানে জেতে লাহোর কালান্দার্স। (PSL 2023)

আরও পড়ুনঃ Prithvi Shaw : ভ‍্যালেন্টাইন্স ডে’র দিন কাছের মানুষের ছবি জনসমক্ষে আনলেন পৃথ্বী শাহ