PSG : আজ ফের মাঠে নামছে মেসি – নেইমার জুঁটি 

0
24
PSG : PSG superstars Lionel Messi and Neymar expected to start Ligue 1 clash against Angers : Reports
PSG : PSG superstars Lionel Messi and Neymar expected to start Ligue 1 clash against Angers : Reports

PSG – বুধবার ফরাসি লিগের ম‍্যাচে অ্যাঙ্গারসের মুখোমুখি হতে চলেছে প‍্যারিস সাঁজা, আর সেই ম‍্যাচের মধ্যে দিয়ে ফের একবার জুঁটি বেঁধে মাঠে নামতে চলেছেন মেসি – নেইমার। এইমুহুর্তে ফ‍রাসি লিগের টেবিল টপার পিএসজি। এই ম‍্যাচে এমবাপ্পে এবং হাকিমি খেলতে পারবেন না সাসপেন্ড থাকার কারণে।

এই ফরাসি ক্লাবের কোচ ক্রিস্টোফে গালতিয়ের জানিয়েছেন এই প্রাক্তন বার্সেলোনার জুঁটির পাশাপাশি ট্রেনিংয়ে ফিরেছেন মার্কো ভেরাত্তি এবং রেনাতো স্যাঞ্চেজ। যুব স্ট্রাইকার হুগো একটিকেও স্কোয়াডে রাখা হয়েছে। (PSG)

খেলা শুরুর আগে সাংবাদিক সম্মেলনে গালতিয়ের জানিয়েছেন,

“নেইমার, মেসি, ভেরাত্তি এবং রেনাতো স‍্যাঞ্চেজ অনুশীলনে ফিরেছেন। এমবাপ্পে এবং হাকিমি নেই। আমরা আশা ক‍রেছিলাম মেসি নেইমার সপ্তাহের মাঝামাঝি সময় ফিরবেন।” 

এদিন মেসির চুক্তির বিষয় জানতে চাওয়া হলে পিএসজি কোচ বিশেষ কিছু বলতে চাননি, তবে ক্লাব কর্তৃপক্ষ যে এবিষয়, পর্দার নেপথ্যে আলোচনা চালাচ্ছেন, সেটার ইঙ্গিত দিয়েছেন তিনি। তার বক্তব্য,

“টিম ম্যানেজমেন্ট লিওর সাথে চুক্তি নবীকরণের বিষয় আলোচনা করছে। তবে এখন ঠিক কি পরিস্থিতি আমার জানা নেই সেটা। প‍্যারিসে আসার পর থেকে মেসি খুব খোশ মেজাজে আছে দেখছি। আমার সাথে ওর চুক্তির বিষয় কখনও কোনও আলোচনা হয়নি।”

আরও পড়ুনঃ Rishabh Pant : এবারের আইপিএলে খেলবেন কি ঋষভ পন্ত ? জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বুধবারের ম‍্যাচে লিগ টেবিলের তলানিতে থাকা দলের মুখোমুখি হচ্ছে প‍্যারিস সাঁজা। তাই মেসিরা জিতবে বলেই প্রত‍্যাশা করা হচ্ছে। এই মুহূর্তে ১৭ ম‍্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে পিএসজি, দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে চার পয়েন্টে এগিয়ে তারা।

আরও পড়ুনঃ Ramiz Raja : BCCI এর BJP মানসিকতা পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করছে, বিস্ফোরক দাবী রামিজ রাজার