Zidane : জিদানকে ব্রাজিলের কোচ হিসেবে চাইছে নেইমার’রা

0
39
Probably Zinedine Zidane became the next coach of Brazil
Probably Zinedine Zidane became the next coach of Brazil

Zidane – তিতের পরিবর্তে ব্রাজিলের পরবর্তী কোচ হওয়ার সম্ভাবান জোড়ালো হয়ে উঠলো প্রাক্তন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের। এমনটাই দাবি করেছে ফরাসি দৈনিক ‘L’Equipe’ ।

জিদানের কোচিংয়ে এক অন‍্য মার্গের ফুটবল রিয়াল মাদ্রিদ। বিখ‍্যাত এই স্প‍্যানিশ ক্লাব মোট ১১ টা ট্রফি জিতেছিলো ফরাসি তারকা কোচের কোচিংয়ে। এরমধ্যে আছে তিনটি চ‍্যাম্পিয়ান্স লিগ, ২০২১ সালের জুন মাসের থেকে কোচিং করাচ্ছেন না তিনি। (Zidane)

২০২২ সালের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের হারের পর ফরাসি কোচ দিদিয়ের দেশচ‍্যাম্পসের পরিবর্তে জিনেদিন জিদানের কোচ হওয়ার সম্ভাবনা জোড়ালো হয়ে উঠেছিলো। শোনা গেছে ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নেবেন বলে জিদান প‍্যারিস সাঁজার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন। (Zidane)

কিন্তু পরিস্থিতি এখন এমনই যে জিদানের ফ্রান্সের কোচের পদে আসার সম্ভাবনা খানিকটা কমেছে। কারণ ফ্রান্সের ফুটবল সংস্থা দেশচ‍্যাম্পসকেই ফের দায়িত্বে রেখে দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে বলে শোনা যাচ্ছে।

চলতি বছরের শেষেই দিদিয়ের দেশচ‍্যাম্পসের ফ্রান্সের কোচ হিসেবে মেয়াদ শেষ হতে চলেছে। শোনা যাচ্ছে ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লি গ্রেট চান ৫৪ বছর বয়সী এই ফুটবল কোচ দায়িত্ব পালন করে যাক।

মার্সেইয়ের প্রাক্তন কোচ দেশচ‍্যাম্পস খুব শীঘ্রই তার ফ্রান্সের কোচিং ভবিষ্যৎ সম্পর্কে পাকাপোক্ত সিদ্ধান্তে আসবেন। যদি তিনি স্বেচ্ছায় সরে দাড়ান, তাহলে জিদানকে ফ্রান্সের কোচের পদে দেখাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

নিজ দেশের জাতীয় দলের কোচ হতে পারুক বা ন পারুক। ইতিমধ্যে ব্রাজিল জিদানকে কোচ করতে চাইছে। তার প্রোফাইল ভীষণ পছন্দ পেলের দেশের ফুটবল সংস্থার।

আরও পড়ুনঃ IPL 2023 : ৬০ দিনেই শেষ করতে হবে ২০২৩ এর আইপিএল, জানুন কারণ

খেলোয়াড়ি জীবনে একাধিক বার ব্রাজিল কে সমস্যায় ফেলেছিলেন জিদান, তার সুচারু ফুটবল শিল্পের মধ্যে দিয়ে। সেই ব্রাজিল দল এখন একজন দক্ষ কোচের খোঁজে আছে তিতে দায়িত্ব ছাড়ার পর। তারা জিদানকেই এক্ষেত্রে দক্ষ‍ ক‍্যান্ডিটেট মনে করেন।

রিপোর্ট অনুযায়ী জিদানকে কোচ হিসেবে দেখতে চাইছেন বর্তমান ব্রাজিল দলের অধিকাংশ ফুটবলার’রা। বর্তমান ব্রাজিল দলের – ভিনিসিয়াস জুনিয়র, ক‍্যাসেমিরো এবং এডের মিলিটাও জিদানের কোচিংয়ে রিয়াল মাদ্রিদে খেলেছে।

এবারের দেখার বিষয় হলো ব্রাজিল কোচ হিসেবে জিদানকে প্রস্তাব দেয় কিনা। কারণ ইতিমধ্যে হোসে মোরিনহোর নাম জড়িয়েছে পাঁচবারের চ‍্যাম্পিয়ান দলের সাথে।

যদি জিদান এই দায়িত্ব নেন তাহলে দীর্ঘ ৫৭ বছরের ইতিহাসে ব্রাজিল দলের প্রথম বিদেশি কোচ হওয়ার নজির গড়বেন এই ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা। ১৯৬৫ সালে শেষ বার কোনও বিদেশি কোচ’কে ব্রাজিলের কোচের পদে দেখা গেছিলো, তিনি আর্জেন্টিনার  ফিলপো নুনেজ।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : ঢাকা টেস্টে কূলদীপ যাদবকে না খেলিয়ে মস্ত বড়ো ভুল করেছে ভারত, মনে করেন ভারত তারকা