
Prithvi Shaw – মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডে’র দিন সকালে ভাইরাল হয়েছিলো ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শাহ’র সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট, সেই ছবিতে পৃথ্বীর সাথে দেখা গেছিলো মডেল, অভিনেত্রী নিধি তাপাডিয়া’কে।
এবার সেই ছবির পরিপ্রেক্ষিতে নিজের একটি বক্তব্য রাখলেন পৃথ্বী। তিনি লিখেছেন, (Prithvi Shaw)
“কেউ আমার ছবি এডিট করে আমার প্রোফাইল থেকে ছেড়ছে। ও ছবি আমি আমার স্টোরি অথবা পেজে পোস্ট করিনি। তাই সবাইকে বলবো সমস্ত ট্যাগ এবং মেসেজ ইগনোর করুন।” (Prithvi Shaw)
এদিন সকালে নিজের ভেরিফাইড এ্যাকাউন্ট থেকে শ তাপাডিয়ার সাথে তোলা তার একটি ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। পরবর্তী সময়ে সেই স্টোরি মুছে দেওয়া হয়। (Prithvi Shaw)

আসা যাক এবার পৃথ্বী শাহ ক্রিকেট কেরিয়ারের প্রসঙ্গে, দীর্ঘ ১৮ মাসের’ও বেশি সময় হয়ে গেলো আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করার অপেক্ষায় আছেন পৃথ্বী শাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে থাকলেও শেষ অবধি একটিও ম্যাচে খেলার সুযোগ হয়নি তার। (Prithvi Shaw)
আরও পড়ুনঃ Smriti Mandhana : বাবর আজমদের থেকেও বেশী করে পারিশ্রমিক পান স্মৃতি মান্ধানা
ইদানিং রঞ্জি ট্রফির একটি ম্যাচে আসামের বিরুদ্ধে ৩৭৯ রানের ইনিংস খেলেছিলেন পৃথ্বী শাহ। (Prithvi Shaw)
আইপিএল ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালস দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে পৃথ্বী শাহকে। গতবছর ডিসেম্বর মাসে গাড়ি দূর্ঘটনায় আহত হয়েছিলেন পন্ত, এবার তার আইপিএলে খেলার কোনও সম্ভাবনা নেই বললেই চলে।
তাই দিল্লিকে এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নার অথবা পৃথ্বী শাহর মধ্যে যেকোনো একজনকে দেখা যেতে পারে দিল্লিকে নেতৃত্ব দিতে।
আইপিএল কেরিয়ারে ৬৩ টা ম্যাচ খেলেছেন পৃথ্বী শাহ। ১৫৮৮ রান করেছিলেন তিনি। করেছেন ১২ টা হাফ সেঞ্চুরি। গতবছর দশ ম্যাচে ২৮৩ রান করেছিলেন পৃথ্বী, ১৫২.৯৭ স্ট্রাইক রেটে, দুটো হাফ সেঞ্চুরি। গত মরশুমে ১৪ ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ জিতে দিল্লি ক্যাপিটালস লিগ টেবিলে পঞ্চম স্থানে শেষ করেছিলো, এখনও অবধি আইপিএল জেতেনি দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুনঃ Babar Azam : অনুশীলনে টানা ছয় ছক্কা ! PSL শুরুর আগে আগুনে মেজাজে বাবর, দেখুন ভিডিও