Prithvi Shaw – মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে দাপুটে পারফরম্যান্স জারি তারকা ভারতীয় ব্যাটার পৃথ্বী শাহের। আসামের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে কেরিয়ারের প্রথম ত্রিশতরান করলেন পৃথ্বী। গুয়াহাটির আমিনগাঁও ক্রিকেট গ্রাউন্ডের মাঠে এই রেকর্ড গড়লেন তিনি।
৩২৬ বল লেগেছে ভারতের প্রাক্তন অনূর্ধ – ১৯ দলের অধিনায়কের কেরিয়ারের প্রথম ত্রিশতরান করতে। এমন দাপুটে পারফরম্যান্সের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দলে জায়গা আরও খানিকটা পাকা করে ফেললো। আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ।
এখনও অবধি ভারতের হয়ে ৫ টি টেস্ট ম্যাচ খেলেছে পৃথ্বী। এরমধ্যে শেষের টা এসেছে অ্যাডিলেডে ১৭ ই ডিসেম্বর, ২০২০ তে। ২০২১ সালে জুলাই মাসের পর ভারতের হয়ে এখনো খেলার সুযোগ পাননি পৃথ্বী। এরপর ঘরোয়া ক্রিকেট, ভারতের এ দল এবং আইপিএলে ভালো খেললেও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হয়নি পৃথ্বীর।
মুম্বাইয়ের এই ক্রিকেটারের সাদা বলের ক্রিকেটে দুরন্ত স্ট্রাইক রেট বজায় থাকলেও অপ্রাসঙ্গিক থেকে গেছে। এবার ত্রিশতরান করে ফের আরেকবার জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য নির্বাচকদের কোর্টে বল ঠেলেছেন তিনি।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারত সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়া’র, দলে রয়েছে একাধিক চমক
Prithvi Shaw completed hundred from 107 balls.
— Johns. (@CricCrazyJohns) January 11, 2023
Prithvi Shaw completed double hundred from 235 balls.
Prithvi Shaw completed triple hundred from 326 balls.
What a player, the main man.
২০২২-২৩ মরশুমের রঞ্জি ট্রফিতে এটাই পঞ্চম ম্যাচ মুম্বাইয়ের। প্রথম চার ম্যাচে বিশেষ নজর কাড়তে না পারলেও পঞ্চম ম্যাচে দাপুটে পারফরম্যান্স দিলেন তিনি। ম্যাচে শাহের পাশাপাশি ভারতের প্রাক্তন টেস্ট সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে অপরাজিত সেঞ্চুরি করেছেন।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : জাহির খানের উত্তরসূরী পেয়েছে ভারত, সিরাজের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা