Prithvi Shaw : রঞ্জিতে বিধ্বংসী ডবল সেঞ্চুরি করলেন পৃথ্বী শাহ

0
25
Prithvi Shaw : Prithvi Shaw scored a devastating double century in Ranji
Prithvi Shaw : Prithvi Shaw scored a devastating double century in Ranji

Prithvi Shaw – রঞ্জি ট্রফিতে আসামের বিরুদ্ধে বিধ্বংসী ডবল সেঞ্চুরি করলেন পৃথ্বী শাহ। ডান হাতি এই ব‍্যাটার খেলার প্রথম দিন ২৮৩ বলে ২৪০ রানের ইনিংস খেলেছিলেন। ৮৪.৮১ স্ট্রাইক রেটে ব‌্যাট করেছেন শাহ, ৩৩ টা চার এবং একটা ছক্কা মেরেছিলেন তিনি, এই সেঞ্চুরি করার পথে।

এদিন খেলার শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন পৃথ্বী, এবার কেরিয়ারের প্রথম ত্রিশত‍রান করার লক্ষ‍্যে ব‍্যাট করবেন তিনি। এই প্রথম বার চলতি রঞ্জির মরশুমে পৃথ্বী শাহকে তিন সংখ্যার রান করতে দেখা গেলো। অন্ধ্রপ্রদেশ এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে ম‍্যাচ গুলোয় তেমন বিশেষ কিছু একটা করতে পারেননি তিনি।

সৌরাষ্ট্রের বিরুদ্ধে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন, ভালো শুরুয়াত করেছিলেন তামিলনাড়ুর বিরুদ্ধে দুটো ইনিংসেই, কিন্তু সেই সব ইনিংসের শুরু গুলো কে কাজে লাগাতে পারেননি তিনি। কিন্তু এদিন ইনিংসের শুরু থেকে আলাদা খেলছিলেন।

শাহের বিধ্বংসী ইনিংসের উপর নির্ভর করে মুম্বাই প্রথম দিনের খেলা শেষে ২ উইকেটে ৩৯৭ রান তুলেছিলো। রাহানে অপরাজিত ৭৩* রান করে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : বছরের শুরুতেই সচিন তেন্ডুলকরের গড়া নজির স্পর্শ করলেন বিরাট কোহলি

অন‍্যদিকে পন্ডিচেড়ির বিরুদ্ধে ৪ রান করে আউট হয়ে গেছেন অর্জুন তেন্ডুলকর। প্রথম শ্রেণীর ক্রিকেট কেরিয়ার সেঞ্চুরি দিয়ে শুরু করলেও পরবর্তী সময়ে টানা ব্যর্থ হয়েছেন অর্জুন।

ঝাড়খণ্ডের বিরুদ্ধে মাত্র এক রান করে আউট হয়ে গেছিলেন। কর্ণাটকের বিরুদ্ধে খাতা খুলতে পারেননি। চতুর্থ রাউন্ডের ম‍্যাচে কেরালার বিরুদ্ধে ৬ রানে।তবে বোলিং অলরাউন্ডার এখনও অবধি ৮ উইকেট নিয়েছেন।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : ক্লাব ছাড়তে হয়েছিল রোনাল্ডোর জন্যে, এবার রোনাল্ডোকে নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন আবুবকর