Prithvi Shaw : ইশান কিষাণকে বসিয়ে পৃথ্বী শাহকে টি টোয়েন্টি দলে নেওয়া উচিত বলে মনে করেন ইরফান পাঠান

0
35
Prithvi Shaw :
Prithvi Shaw : "I definitely believe so" - Irfan Pathan says Prithvi Shaw should be given a chance in place of Ishan Kishan in T20Is going forward

Prithvi Shaw – ইশান কিষাণের বদলে ভারতের টি টোয়েন্টি দলের টপ অর্ডারে পৃথ্বী শাহকে দীর্ঘ সময়ের জন্য সুযোগ দেওয়া উচিত। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। সদ‍্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের দলে থাকলেও একটিও ম‍্যাচে খেলার সুযোগ পাননি পৃথ্বী শাহ। সিরিজের প্রতিটি ম‍্যাচে শুভমান গিলের সাথে ওপেন করেছিলেন ইশান কিষাণ, কিন্তু প্রত‍্যাশা মাফিক ব‍্যাটিং তিনি করতে পারেননি, তিন ইনিংসে ২৪ রান করেছেন ষাটের স্ট্রাইক রেটে।

Star Sports এর ‘Match Point’ শোতে ইরফানের কাছে জানতে চাওয়া হয় ভারতের টি টোয়েন্টি দলে কি ইশান কিষাণের বদলে পৃথ্বী শাহকে সুযোগ দেওয়া দরকার বলে মনে করেন তিনি, জবাবে ইরফানের বক্তব্য, (Prithvi Shaw)

“আমার মতে আগামী দিনে পৃথ্বীকে সুযোগ দেওয়াটা দরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ ম‍্যাচ, যা সিরিজ নির্নায়ক ছিলো, সেখানেও অনেকে চেয়েছিলেন পৃথ্বী কে খেলানো হোক। ওই সময় আমি বলেছিলাম, যদি পৃথ্বী শাহকে খেলাতে হয়, তাহলে সেটা দীর্ঘ সময়ের জন্য খেলানো উচিত।” (Prithvi Shaw)

আরও পড়ুনঃ Kaka : “খেলতে খেলতে ফুটবল থেকে অবসর নেবে রোনাল্ডো” : দাবী কাকার 

শাহকে একটা গোটা সিরিজে খেলার সুযোগ দেওয়ার দাবী জানিয়েছেন ইরফান, পাশাপাশি দলের প্রথম একাদশে একজন উইকেট কিপারের সংযুক্তকরণের বিষয়টি জানাতেও ভুল করেননি তিনি। তার ব‍্যাক্ষা, (Prithvi Shaw)

“পৃথ্বী শাহকে একটা গোটা সিরিজে খেলানো উচিত। ওকে একটা ম‍্যাচ খেলালে চলবেনা, সেটাও আবার কোনও সিরিজের নির্নায়ক ম‍্যাচে তো নয়’ই। ম‍্যানেজমেন্ট কে একটা বিষয় মাথায় রাখতে হবে ইশান কিষাণকে শুধুমাত্র একজন ওপেনার হিসেবে নয়, তারা উইকেট কিপার হিসেবেও ব‍্যবহার করেন তারা, অর্থাৎ দলে আরেকজন উইকেট কিপারের প্রয়োজন আছে।”

এক্ষেত্রে ভারত সঞ্জু স্যামসন, কে এল রাহুল এবং ঋষভ পন্তের (ফিট হয়ে ওঠার পর) মধ্যে যেকোনো একজন কে টি টোয়েন্টি দলের উইকেট কিপার হিসেবে ভাবতে পারে, যদি তারা ইশান কিষাণকে বাদ দিতে চান। উপরে উল্লিখিত তিন ক্রিকেটার খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে, তাই ভারতের ব‍্যাক আপ উইকেট কিপার ছিলেন জীতেশ শর্মা।

আরও পড়ুনঃ Babar Azam : পাকিস্তান সুপার লিগে সেঞ্চুরি করাটাই স্বপ্ন বাবর আজমের