Rishabh Pant : ঋষভ পন্তের স্বাস্থ্যের বিষয় তার মায়ের কাছে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 

0
35
Prime Minister Narendra Modi inquired about Rishabh Pant's health from his mother
Prime Minister Narendra Modi inquired about Rishabh Pant's health from his mother

শুক্রবার, ঋষভ পন্তের (Rishabh Pant) মায়ের কাছে ফোন করে ছেলের শারীরিক সুস্থতার ব‍্যাপারে খোঁজ খবর নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পন্তের শারীরিক অবস্থার গতিবিধি নিয়ে প্রশ্ন করেছিলেন।

শুক্রবার ভোরে গাড়ি দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন তারকা ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant)। একদম সময়ের মধ্যে নিজের জ্বলন্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে।

পরিবার’কে নতুন বছরের চমক দিতে আচমকা বাড়ি যাচ্ছিলেন পন্ত। ঠিক এমন সময় এই ঘটনা ঘটে তার সাথে। নতুন বছরের শুরুতেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদান করার কথা ছিলো তার হাঁটুর চোট সারাতে।

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সাদা বলের ক্রিকেট দলে খেলার সুযোগ পাননি পন্ত (Rishabh Pant)।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দূর্ঘটনা স্থলে উপস্থিত কিছু স্থানীয় মানুষরা দারুণ সাহায্য করেছিলেন পন্তকে। ছিলেন বাস চালক সুশীল মান। তিনি প্রথম ব‍্যক্তি যিনি দূর্ঘটনা স্থল থেকে উদ্ধার করেন ঋষভ পন্তকে। পরবর্তী সময়ে সাক্ষাৎকারে তিনি বলেছেন –

“আমি আমার বাস রাস্তার পাসে রেখে দ্রুত ডিভাইডারের কাছে যাই। আমার মনে হচ্ছিলো গাড়িটা ড্রপ খেতে খেতে বাসের তলায় পড়বে। কিন্তু এমনটা হয়নি। ড্রাইভার যিনি ছিলেন তিনি জানলার কাঁচের থেকে অর্ধেক বেড়িয়ে এসেছিলেন। আমায় নিজের পরিচয় দিয়েছিলেন ক্রিকেটার হিসেবে।”

আরও পড়ুনঃ Gautam Gambhir : পৃথ্বী শাহের উপর এখনই আস্থা হারানো ঠিক হবেনা, মত গৌতম গম্ভীরের

পন্ত তার মাকে ফোন লাগাতে বলছিলেন, কিন্তু তার মায়ের মোবাইল স‍্যুইচড অফ থাকায় সেটা করা সম্ভব হচ্ছিলো না। এরপর সেই বাস চালক আরও বলেন –

“আমি যেহেতু ক্রিকেট দেখিনা, তাই ইনি ঋষভ পন্ত, চিনতে পারিনি। কিন্তু আমার সাথে যারা বাসে ছিলো তারা তাকে চিনে নেয়। এরপর আমি গাড়িতে ঢুকে দেখি আর কেউ আছে কিনা। আমি একটা ব্লু ব্যাগ পাই এবং ৭০০০-৮০০০ হাজার টাকা নগদ পেয়েছিলাম, সেটা ওনাকে অ্যাম্বুলেন্সে ওঠার সময় দিয়ে দি।”

এরমধ্যে এমন কিছু রিপোর্ট এসেছিলো প্রকাশ‍্যে যে স্থানীয় কিছু তরুণ ঋষভের (Rishabh Pant) টাকার ব‍্যাগ নিয়ে পালিয়েছে, তাকে সাহায্য করা তো দুরের কথা। এমনকি পন্ত নাকি নিজেই অ্যাম্বুলেন্সে ফোন করে। কিন্তু সেই সব খবর ভুয়া‌।

আরও পড়ুনঃ Lewandowski : লেওয়ানডস্কির খেলাকে কেন্দ্র করে বার্সেলোনার বিরুদ্ধে সুর তুললো এস্পানিওল