
Pervez Musharraf -রোববার দুবাইতে প্রয়াত হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। তার মৃত্যু কালীণ বয়স হয়েছিল ৭৯। দীর্ঘদিন ধরেই রোগভোগ করছিলেন তিনি। পাকিস্তানের দশম প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের জন্ম হয়েছিল দিল্লিতে, তিনি ক্রিকেটের ভীষণ ভক্ত ছিলেন।
বেশ কিছু ভারত – পাকিস্তান ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন পারভেজ। ২০০৬ সালে ভারতের পাকিস্তান সফরে গেছিলো, সেই সময় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির লম্বা চুলের স্টাইলের প্রশংসা করেছেন তিনি। এমনকি ধোনিকে সেই চুল কাটতে বারণ করেছিলেন পারভেজ। ওই সময় ধোনির লম্বা চুল ছিলো, যা খুবই জনপ্রিয় হয়েছিল যুব সম্প্রদায়ের মধ্যে। (Pervez Musharraf)
২০০৬ সালে পাচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান গেছিলো ভারত। সিরিজের তৃতীয় ম্যাচ খেলা হয়েছিল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে, ম্যাচে ভারতকে ৫ উইকেটে জিততে সাহায্য করেছিলেন ধোনি, ৪৭ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস। খেলা শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে ধোনির লম্বা চুলের প্রশংসা করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট। (Pervez Musharraf)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : মারাত্মক চাপে অস্ট্রেলিয়া, প্রথম টেস্টে মিস করবেন হ্যাজেলউড
পারভেজ বলেছিলেন, (Pervez Musharraf)
“আমি গোটা ভারতীয় দলকে অভিনন্দন জানাই এমন দারুণ খেলার জন্যে। বিশেষ অভিনন্দন জানাবল এই ম্যাচের জয়ের কারিগর ধোনিকে, আমি একটা প্ল্যাকার্ড দেখেছিলাম যেখানে ধোনিকে চুল কাটতে অনুরোধ করা হয়েছিল, কিন্তু আমার মতে তোমাকে ভালো লাগছে, চুলটা কেটো না।”
সেই আইকনিক মুহূর্ত এখনও স্মরণীয় হয়ে আছে সকল ফ্যানেদের মনে। পরবর্তী সময়ে ধোনির বায়োপিকেও দেখা গেছে সেই দৃশ্য।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : শততম টেস্টে খেলতে নামার আগে স্মৃতি হাতড়ালেন চেতেশ্বর পূজারা, উঠে এলো অজানা কথা