Pele : কিংবদন্তি ফুটবলার পেলেকে শ্রদ্ধাজ্ঞাপন রোনাল্ডো, মেসিদের, জেনে নিন কে কি বললেন

0
38
Pele : Ronaldo, Messi pay tribute to legendary footballer Pele
Pele : Ronaldo, Messi pay tribute to legendary footballer Pele

Pele – এডসন আরান্তেস ডো নাসিমেন্তো, এই নামে নয়, বরং তিনি জনপ্রিয় ছিলেন ‘পেলে’ নামে। সেই কিংবদন্তি ফুটবলার বৃহস্পতিবার রাতে সাও পাওলোতে দীর্ঘদিন ক‍্যান্সারের সাথে লড়াইয়ের পর অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন।

৮২ বছর বয়সে প্রয়াত হলেন এই কিংবদন্তি ফুটবলার। তার চলে যাওয়ায় ট‍্যুইট করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে কিলিয়ান এমবাপে। কিংবদন্তি ফুটবলারকে সন্মান জানিয়েছেন সকলে। (Pele)

ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখেছেন,

“আমার সকল সহানুভূতি ব্রাজিলবাসী এবং এডসন আরান্তেস ডো নাসিমেন্তোর সাথে। শুধুমাত্র ‘বিদায়’ জানিয়ে এই বেদনা বোঝানো যায়না।‌ উনি কোটি কোটি মানুষের কাছে অনুপ্রেরণা, আগেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতে থাকবেন। ওনাকে কেউ ভুলবেন না, আজীবন তার স্মৃতি সঙ্গে থাকবে আমাদের। শান্তিতে ঘুমোন ফুটবলের চিরসম্রাট।”

কিলিয়ান এমবাপ ট‍্যুইট করেছেন,

“ফুটবলের রাজা বিদায় নিয়েছেন, কিন্তু তার লিগ‍্যাসি কখনও ফিকে হবেনা।” 

মেসি লিখেছেন,

“পেলের মৃত্যুর সাথে সাথে এক কিংবদন্তিকে হারালাম আমরা।…রাজা অবিনশ্বর।” (Pele)

আরও পড়ুনঃ Shivam Mavi : হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ মাভি, তার নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজে খেলতে মরীয়া এই তারকা

সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন‍্যতম একজন পেলে। গত কয়েক মাস ধরে হাসপাতালে যাতায়াত চলছিলো তার ক‍্যান্সারের চিকিৎসার জন্যে। (Pele)

নভেম্বর মাস থেকে ক‍্যান্সারের পাশাপাশি কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভুগছিলেন পেলে। তিন বারের বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। (Pele)

২০২১ সালে কোলন টিউমার ধরা পড়ে পেলের। গত ২৯ শে নভেম্বর থেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

বিশ্বফুটবলের ইতিহাসে অন‍্যতম সেরা ফুটবলারদের অন‍্যতম পেলে। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ জিতেছিলেন তিনি ব্রাজিলর হয়ে। ব্রাজিলের সর্বোচ্চ গোলস্কোরার তিনি, ৯২ ম‍্যাচে করেছেন ৭৭ গোল।

আরও পড়ুনঃ Rishabh Pant : পথ দূর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্ত