Pele – এবারের বড়দিন হাসপাতালেই কাটবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের। বুধবার এমনটাই জানানো হয়েছে তার মেডিক্যাল টিম এবং পরিবারের তরফে। তার ক্যান্সারের অবস্থা অত্যন্ত সংকট জনক, এছাড়া কিডনি এবং শ্বাস যন্ত্রেও সমস্যা দেখা দিয়েছে।
সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে জানানো হয়েছে,
“তার হৃদজনিত সমস্যার বিশেষ যত্নের প্রয়োজন। তাই আপাতত ডাক্তারের তত্ত্বাবধানেই থাকবেন তিনি।”
২০২১ সালের সেপ্টেম্বর মাসে পেলের (Pele) কোলন থেকে টিউমার কেটে বের করা হয়। এরপর প্রায়শই তাকে হাসপাতালে ছুঁটতে হয় ট্রিটমেন্টের জন্যে। সদ্য শ্বাসকষ্ট জনিত সমস্যাতেও ভোগা শুরু করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : টেস্ট অভিষেকের বারো বছর পর প্রথম উইকেট নিলেন জয়দেব উনাদকাট, দেখুন ভিডিও
এ মাসের শুরুর দিকে পেলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছিলো। সেই সময় পেলের কন্যা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন,
“আমার বাবার শরীর নিয়ে মিডিয়ায় নানান খবর দেখছি। রেগুলার মেডিকশনের জন্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোনও খারাপ কিছু ঘটেনি, কোনও ইমার্জেন্সি নেই। নিউ ইয়ারে নতুন ছবি পোস্ট করবো।”
এবার বুধবার তাদের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেওয়া হয়। এবার বাবার সাথেই হাসপাতালে বড়দিন উদযাপন করবেন তারা। জানিয়েছেন পেলের পরবর্তী আপডেট আগামী সপ্তাহে দেবেন তারা।
আরও পড়ুনঃ IND vs SL T20s : শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ মিস করতে চলেছেন রোহিত শর্মা