PCB : ভারত’কে চাপে রাখতেই বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল বোর্ড, এমনটাই জানালেন রামিজ রাজা

0
22
PCB : Ramiz Raja says Pakistan won't boycott 2023 ODI World Cup; tells ICC it was said to pressurise India
PCB : Ramiz Raja says Pakistan won't boycott 2023 ODI World Cup; tells ICC it was said to pressurise India

সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) (PCB) আইসিসি কর্মকর্তা’দের বলেছে যে, তারা এশিয়া কাপে দল পাঠানোর জন্য প্রতিবেশী দেশ’টির উপর চাপ সৃষ্টি করতেই, আগামী বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল।

প্রসঙ্গত, এশিয়া কাপের ২০২৩ সংস্করণের আয়োজক দেশ পাকিস্তান। আর তার পরেই ভারতে রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। (PCB) 

এসিসি সভাপতি এবং বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন যে, ভারত আগামী বছর এশিয়া কাপের জন্য পাকিস্তানে যাবে না। ২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। যার পরে পিসিবি হুমকি দিয়েছিল যে, এশিয়া কাপের জন্য ভারত পাকিস্তানে না আসলে, তারা বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

সম্প্রতি জানা গিয়েছে যে, রামিজ রাজা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তা’দের বলেছেন যে, বোর্ড ৫০ ওভারের বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকের দল’কে ভারতে না পাঠানোর জন্য কোনও সিদ্ধান্ত নেয়নি। (PCB) 

কার্যত, ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঘরের মাঠে টেস্ট সিরিজ দেখতে অতিথি হিসেবে এসেছিলেন আইসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস সহ আইসিসি’র বেশ কিছু কর্মকর্তা’রা। তখনই নাকি রামিজ রাজা’র সঙ্গে কথা হয়েছিল তাদের।

এই বিষয়ে একটি সূত্র পিটিআই’কে জানিয়েছে,

“রামিজ আইসিসি কর্মকর্তা’দের আশ্বস্ত করেছেন যে, পিসিবি বিশ্বকাপের জন্য ভারতে তাদের দল না পাঠানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি বা এই ধরনের একটি মেগা ইভেন্ট বয়কট করার পক্ষেও ছিল না,  কিন্তু দুই দেশের মধ্যে ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের কারণে, পিসিবি’কে এই মন্তব্য করতে হয়েছিল।  এশিয়া কাপের জন্য ভারতীয় বোর্ড’কে তাদের দল পাঠানোর জন্য চাপ প্রয়োগ করতেই এই পথ নেওয়া হয়েছিল।”

সূত্রটি আরও বলেছে যে, (PCB) 

“আইসিসি কর্মকর্তা’রা টিম ইন্ডিয়া এশিয়া কাপে অংশগ্রহণ না করলে, আগামী বছরের বিশ্বকাপে পাকিস্তান না খেলার বিষয়ে রামিজের বক্তব্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তখনই কথোপকথনের সময়ে নাকি রামিজ রাজা একথাও জানিয়ে দেন, ভারতের পাকিস্তানে খেলতে না আসার কারণে যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়, সেটা তারা হজম করবে না।”

আরও পড়ুনঃ IPL 2023 : মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার সাথে আলাপ করার জন্যে মুখিয়ে আছেন মার্ক বাউচার

সূত্রটি’র দাবি,

“রামিজ খুব স্পষ্ট করে দিয়েছেন যে, ভারতের কারণে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য কোথাও স্থানান্তরিত করাকে কোনও ভাবেই গ্রহণ করবে না পাকিস্তান। কারণ তারা ইতিমধ্যে আইসিসি ইভেন্টের জন্য পরিকাঠামো নির্মাণ বা সংস্কারের জন্য বড় বিনিয়োগ করতে শুরু করেছে।”

সেই সূত্র আরও জানিয়েছে,

“রামিজ আইসিসি কর্মকর্তা’দের মনে করিয়ে দিয়েছেন যে, কার্যনির্বাহী বোর্ড, তার মধ্যে ভারত’ও ছিল, তারাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার পাকিস্তান’কে দিয়েছে, তাই টুর্নামেন্ট’টি কোথায় হবে তা নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়।”

প্রসঙ্গত, ২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে ভারত এখনও পর্যন্ত পাকিস্তানে সফর করেনি, এবং সেই বছরের ২৬ শে নভেম্বর মুম্বাই হামলার পর ২০০৯ সালের প্রথম দিকে দুই দেশের মধ্যে নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করা হয়েছিল। (PCB) 

পাকিস্তান ২০১২ সালে একটি সংক্ষিপ্ত ছয় ম্যাচের সাদা বলের সিরিজের জন্য ভারতে এসেছিস। কিন্তু তার পর থেকে গত ১০ বছরে কোনও দ্বিপাক্ষিক ক্রিকেট হয়নি। দুটি দল শুধুমাত্র আইসিসি এবং এসিসি’র বিভিন্ন ইভেন্টেই একে অপরের মুখোমুখি হয়েছে।

আরও পড়ুনঃ ATK Mohun Bagan : সার্বিয়ান তারকা’কে দলে নিয়ে চমক দিলো এটিকে মোহনবাগান