PCB : অবশেষে রামিজের মন্তব্যের কড়া জবাব দিলেন বর্তমান পিসিবি প্রধান নাজাম শেঠি

0
268
PCB : PCB Chairman Najam Sethi breaks silence on Mohammad Amir’s comeback hopes for Pakistan
PCB : PCB Chairman Najam Sethi breaks silence on Mohammad Amir’s comeback hopes for Pakistan

গত কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা স্পট ফিক্সিং নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। প্রাক্তন তারকা পাক ক্রিকেটার মহম্মদ আমির’কে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন,

“পাকিস্তান ক্রিকেটে ফিক্সিং অনেক পুরনো বিষয়। আমির এটা ভালো করেই জানতেন, তবুও তিনি এমন কাজ করেন। যদি দলের জয়ের চেষ্টা করেন ৯ জন এবং পরাজিত করার জন্য ২ জন খেলোয়াড় জড়িত থাকেন, তবে এই জাতীয় খেলোয়াড়’দের দলে জায়গা দেওয়া কি উচিত ?”

তবে শুধু আমির’কে নিয়েই নয়, পাক তারকা ওয়াসিম আক্রাম এবং ওয়াকার ইউনিস’কে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন পাক ক্রিকেট বোর্ডের (PCB) প্রাক্তন চেয়ারম্যান। রামিজ বলেন,

“আমার ক্ষমতা থাকলে আমি ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস এবং বিচারপতি কাইয়ুমের রিপোর্টে উল্লেখ করা সমস্ত খেলোয়াড়’দের উপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করতাম।”

এবার রামিজের করা এই মন্তব্যেরই কড়া জবাব দিলেন পিসিবি’র (PCB) বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি।  রামিজ’কে তুলোধনা করে নাজাম সম্প্রতি বলেছেন,

“কোনও ক্রিকেটার’কে অপমান করার অধিকার কারোর নেই। যে এই ধরণের মন্তব্য করছেন তার লজ্জা পাওয়া উচিত। আমি স্পট ফিক্সিং’কে একেবারেই সমর্থন করি না। এখানে কোনও ব্যাক্তি’কেই নাম ধরে অপমান করা হচ্ছে। এটা একেবারেই ঠিক কাজ নয়। আমরা মোটেই এই ঘটনাকে সমর্থন করবো না।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : এমন খেলায় আত্মবিশ্বাস বাড়বে দীপক হুডার, মনে করে ভারতের বিশ্বকাপ জয়ী তারকা

নাজাম শেঠি আরও বলেছেন, (PCB)

“আইসিসি এই স্পট ফিক্সিং বন্ধ করার চেষ্টা করছে। বর্তমানে এই ঘটনা সেই ভাবে হচ্ছে না। আমরাও আইসিসি’কে এই ব্যাপারে সাহায্য় করছি। ক্রিকেটের স্বার্থে আমরা সব সময় হাত বাড়িয়ে দিয়েছি। আমির নিজের ভুলের শাস্তি পেয়ে নিজের পারফরম্যান্সের ভিত্তিতে দলে জায়গা করে নিয়েছিল। আমি সব সময় তাকে দলে স্বাগত জানাই।

রামিজ কী বললেন তা আমরা একেবারেই গুরুত্ব দিতে চাই না। পদ হারিয়ে এখন এই সব মন্তব্য করছেন রামিজ। আমির দেশ’কে অনেক ভালো ইনিংস উপহার দিয়েছে। এখন কেনো এমন মন্তব্য করা হচ্ছে জানি না।”

প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের পরই বোর্ডের (PCB) চেয়ারম্যান পদ হারাতে হয় রামিজ রাজা’কে।  তারপর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন রামিজ। কখনও ভারত’কে নিয়ে, আবার কখনও নিজের দেশের ক্রিকেটার’দের নিয়ে। রামিজের এমন মন্তব্যে বিরক্ত অনেকেই। তবে পাকিস্তান ক্রিকেটের একাংশ প্রাক্তন ক্রিকেটারের এমন মন্তব্য’কে একেবারেই গুরুত্ব দিচ্ছে না।

আরও পড়ুনঃ Gerard Pique : অবসর ভেঙে ফের মাঠে নামার পরিকল্পনা করছেন জেরার্ড পিকে