Pathaan : পাঠানের বক্স অফিস ইনকাম কি ১০০০ কোটি ছাড়াবে ? ভাইরাল হলো ইংল্যান্ডের তারকা ক্রিকেটারের ট‍্যুইট

0
158
Pathaan : Will Pathaan cross Rs 1000 crore mark? Ex-England cricketer's tweet goes viral
Pathaan : Will Pathaan cross Rs 1000 crore mark? Ex-England cricketer's tweet goes viral

Pathaan – ২৫ শে জানুয়ারি মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখ খান অভিনীত বলিউড ছবি “পাঠান”। প্রতিদিন বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েই চলেছে এই ছবি। প্রতিদিন হলগুলোর সামনে ভিড় বেশ চোখে পড়ছে।

পাঠানের জনপ্রিয়তা শুধুমাত্র ভারতের মধ‍্যে সীমাবদ্ধ নেই। তা দেশের মানচিত্র পেড়িয়ে থাবা গেড়েছে বিদেশের মাটিতেও। ইতিমধ্যে ৭০০ কোটি টাকা ইনকাম করে ফেলেছে পাঠান। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর ফ‍্যানেদের কাছে জানতে চেয়েছেন “পাঠান” কি ১০০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করতে পারবে ? ইতিমধ্যে ভাইরাল হয়েছে মন্টি পানেসরের সেই ট‍্যুইট। (Pathaan)

ভারত নিয়ে বরাবর ভীষণ আগ্রহী ইংল্যান্ডের এই প্রাক্তন স্পিনার মন্টি পানেসার। তিনি বলেছেন ২০২৩ এর ৫০ ওভারের বিশ্বকাপ জিতবে ভারত। প্রসঙ্গত, আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারতের মাটিতে ওয়ার্নার ঝড় দেখার অপেক্ষায় আছেন অস্ট্রেলিয়ার কোচ

ইংল্যান্ডের হয়ে ৫০ টেস্ট ম্যাচ খেলা মন্টি বলেছেন,

“দেশের মাটিতে ভারত অত্যন্ত শক্তিশালী দল। ২০১১ সালে ভারতের মাটিতে আয়োজন করা হয়েছিলো ৫০ ওভারের বিশ্বকাপ। ধোনির নেতৃত্ব সেইবার ট্রফি এনে দিয়েছিলো ভারতকে। সেবার গোটা টুর্নামেন্ট জুড়ে দাপট অব‍্যাহত ছিলো ভারতের। এছাড়া নিজেদের ডেরায় ভারত কতোটা প্রভাবশালী দল, সেটা দেখেছি আমরা। রোহিত ভারতের ক‍্যাবিনেটে এই ট্রফি ঢোকাবেই। ২০২৩ এর বিশ্বকাপ ভারতের।”

নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ ম‍্যাচে খেলতে নামার আগে আহমেদাবাদে মঙ্গলবার শাহরুখ খান এবং দীপিকা পাডুকোন অভিনীত ‘পাঠান’ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। একসাথে দেখা গেছে কূলদীপ সিং, শুভমান গিল, ইশান কিষাণ, সূর্য কুমার যাদব, শিবম মাভি, রাহুল ত্রিপাঠীদের দেখা গেছে এই ব্লকবাস্টার ছবি উপভোগ করতে।

আরও পড়ুনঃ Shaheen Afridi : বিয়ে সারলেন শাহীন আফ্রিদি