Pakistan vs England 2022 : পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগেই চাপে স্টোকস, জানুন বিস্তারিত

0
17
Pakistan vs England 2022 : Mark Wood ruled out of the first Test against Pakistan
Pakistan vs England 2022 : Mark Wood ruled out of the first Test against Pakistan

Pakistan vs England 2022 – ১ লা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পাকিস্তন – ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। তার আগেই চিন্তার ভাঁজ পড়েছে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের কপালে। হয়তো এই ম‍্যাচে খেলতে পারবেন না ইংলিশ পেসার মার্ক উড।

উড তার নিতম্বের চোটের কারণে টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেননি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের (Pakistan vs England 2022) প্রথম টেস্ট ম্যাচ খেলার ব‍্যাপারে দারুণ আশাবাদী ছিলেন তিনি। কিন্তু সেটা যে এখন বাস্তবিক সম্ভব নয়, সেটার প্রমাণ পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, ২০০৫ সালে শেষ বার পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলেছিলো ব্রিটিশ’রা। সেবার তিন ম‍্যাচের টেস্ট সিরিজ ২-০ ব‍্যবধানে হেরে গেছিলো ইংল্যান্ড ক্রিকেট দল। (Pakistan vs England 2022)

অবশ‍্য এখন পরিস্থিতি ভিন্ন। টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম‍্যাকালামের অধীনে টেস্টে ভালো কিছু করাটাই অন‍্যতম লক্ষ‍্য হতে চলেছে ইংল্যান্ডের। কারণ এই জুঁটি ইতিমধ্যে সাত টি টেস্ট ম্যাচের মধ্যে ছয়টিতে জয়ের পথ দেখিয়েছে ইংল্যান্ড’কে। এর মধ্যে আছে ঘরের মাঠে সাউথ আফ্রিকা, ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়। এবার পাকিস্তানের মাটিতে এই পারফরম্যান্স ফের আরেকবার দিতে চাইবে ব্রিটিশ দল। (Pakistan vs England 2022)

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের মাঝেও সঞ্জু স‍্যামসন ফ‍্যানেদের প্রতিবাদ

অন‌্যদিকে পাকিস্তান সম্প্রতি শ্রীলঙ্কায় ১-১ ব‍্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছিলো, ঘরের মাঠে ১-০ ব‍্যবধানে টেস্ট সিরিজ হেরেছিলো অস্ট্রেলিয়ার কাছে। (Pakistan vs England 2022)

এইমুহূর্তে বাবর আজমের পাকিস্তান বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে। ফাইনালে যেতে হলে ইংল্যান্ড’কে টেস্ট সিরিজে হারাতেই হবে তাদের।

অন‍্যদিকে ইংল্যান্ডের এবারের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপে খেলার কোনও সম্ভাবনা নেই। তবে তাদের সাম্প্রতিক তম পারফরম্যান্স ভীষন চমকপ্রদ। এবছর শুরুর দিকে অ্যাসেজে হেরেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হেরেছে, এই দুটো হার তাদের বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার আশা শেষ করে দিয়েছে।

Updated England squad for the tour of Pakistan : (Pakistan vs England 2022)

Ben Stokes (capt), James Anderson, Harry Brook, Zak Crawley, Ben Duckett, Ben Foakes (wk), Will Jacks, Keaton Jennings, Jack Leach, Liam Livingstone, Jamie Overton, Ollie Pope, Ollie Robinson, Joe Root, Mark Wood, Rehan Ahmed.

আরও পড়ুনঃ Ruturaj Gaikwad : এক ওভারে সাত ছক্কা মেরে ইতিহাস গড়লেন রুতরাজ গায়কোয়াড়