Pakistan vs England 2022 – রাওয়ালপিন্ডি’তে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ড- পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ১১ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। টেস্ট ডেবিউ করতে চলেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটিং অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।
এই প্রথম বার ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন লিভিংস্টোন। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডারের প্রথম শ্রেণীর ক্রিকেটের রেকর্ড ভালো, কিন্তু ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে কোনও লাল বলের ক্রিকেট খেলেননি তিনি। সিরিজে জ্যাক লিচের সাথে স্পিন বোলিং বিভাগের দায়িত্ব সামলাতে দেখা যাবে লিভিংস্টোন’কে। (Pakistan vs England 2022)
এই সফরে টেস্টে প্রত্যাবর্তন করছেন বেন ডাকেট।ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে জনি বেয়ারেস্টোর বদলে ডাকেটের সুযোগ হয়েছিল ডাকেটের। এর আগে ২০১৬ সালে শেষ টেস্ট খেলেছিলো ডাকেট। সেবার চারটি টেস্ট ম্যাচে ১১০ রান করেছিলেন তিনি একটি হাফ সেঞ্চুরি সহ। (Pakistan vs England 2022)
তবে বর্তমানে দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে ১০ ম্যাচে ৭২.২৮ গড়ে ১০১২ রান করেছিলেন তিনটি সেঞ্চুরি সহ। ম্যাচে ওপেন করতে দেখা যাবে ডাকেট’কে জ্যাক ক্রলের সাথে।
আরও পড়ুন : IND vs NZ 2022 : সূর্যের খেলা দেখে অবাক ব্রেট লি
Preparing for our T̵2̵0̵ Test tour of Pakistan 💥@Wjacks9 and @liaml4893 have got the message 🤩 pic.twitter.com/sa6siUGYNS
— England Cricket (@englandcricket) November 25, 2022
📍 Rawalpindi, Pakistan pic.twitter.com/ngZH1fC30C
— England Cricket (@englandcricket) November 28, 2022
England XI v Pakistan: Zak Crawley, Ben Duckett, Ollie Pope, Joe Root, Harry Brook, Ben Stokes (c), Ben Foakes (w), Liam Livingstone, Jack Leach, Ollie Robinson and Jimmy Anderson.
আরও পড়ুন : IND vs NZ 2022 : সমালোচকদের রেকর্ড নিয়ে মাতামাতি করতে বারণ করলেন ঋষভ পন্ত