Pakistan vs England 2022 – রাওয়ালপিন্ডি’তে ১ লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পাকিস্তান – ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজ খেলতে রোববার ইসলামাবাদে পৌঁছে গেলো ইংল্যান্ড ক্রিকেট দল।
দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। ২০০৫ সালে শেষ বার পাকিস্তানে টেস্ট ম্যাচ খেলেছিলো ব্রিটিশ’রা। সেবার তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে গেছিলো ইংল্যান্ড ক্রিকেট দল। (Pakistan vs England 2022)
অবশ্য এখন পরিস্থিতি ভিন্ন। টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাকালামের অধীনে টেস্টে ভালো কিছু করাটাই অন্যতম লক্ষ্য হতে চলেছে ইংল্যান্ডের। কারণ এই জুঁটি ইতিমধ্যে সাত টি টেস্ট ম্যাচের মধ্যে ছয়টিতে জয়ের পথ দেখিয়েছে ইংল্যান্ড’কে। এর মধ্যে আছে ঘরের মাঠে সাউথ আফ্রিকা, ভারত এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়। এবার পাকিস্তানের মাটিতে এই পারফরম্যান্স ফের আরেকবার দিতে চাইবে ব্রিটিশ দল। (Pakistan vs England 2022)
অন্যদিকে পাকিস্তান সম্প্রতি শ্রীলঙ্কায় ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করেছিলো, ঘরের মাঠে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিলো অস্ট্রেলিয়ার কাছে। (Pakistan vs England 2022)
The England captain's first steps on Pakistan soil. 🏴🇵🇰
— Pakistan Cricket (@TheRealPCB) November 26, 2022
📹 @englandcricket #PAKvENG | #UKSePK pic.twitter.com/roCK3JkrGz
আরও পড়ুনঃ Umran Malik : উমরান মালিক টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় খুশি তার বাবা
Hello Pakistan 🇵🇰
— Ben Stokes (@benstokes38) November 26, 2022
এইমুহূর্তে বাবর আজমের পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে। ফাইনালে যেতে হলে ইংল্যান্ড’কে টেস্ট সিরিজে হারাতেই হবে তাদের।
অন্যদিকে ইংল্যান্ডের এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে খেলার কোনও সম্ভাবনা নেই। তবে তাদের সাম্প্রতিক তম পারফরম্যান্স ভীষন চমকপ্রদ। এবছর শুরুর দিকে অ্যাসেজে হেরেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হেরেছে, এই দুটো হার তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার আশা শেষ করে দিয়েছে।
Updated England squad for the tour of Pakistan: (Pakistan vs England 2022)
Ben Stokes (capt), James Anderson, Harry Brook, Zak Crawley, Ben Duckett, Ben Foakes (wk), Will Jacks, Keaton Jennings, Jack Leach, Liam Livingstone, Jamie Overton, Ollie Pope, Ollie Robinson, Joe Root, Mark Wood, Rehan Ahmed.