
দীর্ঘ ১৭ বছর পাকিস্তানের (Pakistan vs England 2022) মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। বৃহস্পতিবার ১ লা ডিসেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের নিরিখে দুই দলের কাছে এই টেস্ট সিরিজ দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
সিরিজ (Pakistan vs England 2022) শুরু’র আগে সকলের মন জয় করে নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। গোটা টেস্ট সিরিজের থেকে প্রাপ্ত নিজের সমস্ত বেতন বন্যা বিধ্বস্ত পাকিস্তান’কে দেবেন তিনি।
এবছর ভয়ানক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। রয়টার্স অনুযায়ী প্রায় ১,৭০০ মানুষ মারা গেছিলেন, সমস্যায় পড়েছে ৩.৩ কোটি মানুষ। (Pakistan vs England 2022)
ক্রিকেট অনেক কিছু দিয়েছে স্টোকস, অর্থ, সন্মান খ্যাতি- সবকিছুই। তাই তার’ও কিছু ফিরিয়ে দেওয়াটা একপ্রকার দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ব বোধ থেকে বন্যা পিড়িত পাকিস্তানের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টোকস। বলেছেন,
“ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে এসে দারুণ লাগছে। দীর্ঘ ১৭ বছর বাদে এদেশে টেস্ট খেলতে আসা দলের সদস্য হতে পেরে গর্বিত, উত্তেজিত’ও। খুব খারাপ লাগছে পাকিস্তানের বন্যা পরিস্থিতির খবর শুনে, অনেকের খুব ক্ষতি হয়ে গেছে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। এটাই আমার সঠিক সময় মনে হচ্ছে খেলার বাইরে গিয়ে কিছু করার। আমি আমার টেস্ট সিরিজের ম্যাচ ফি পাকিস্তানের বন্যা ত্রান তহবিলে দিলাম। আশা রাখছি পাকিস্তান’কে পুনরায় ঘুরে দাড়াতে সাহায্য করবে আমার এই সামান্য চেষ্টা।”
A fantastic gesture from the skipper 👏
— England Cricket (@englandcricket) November 28, 2022
Show your support to the Pakistan Flood appeal: https://t.co/MT7YKe1ZJ5
🇵🇰 #PAKvENG 🏴 https://t.co/hKzT8lMtcw
জো রুট সরে দাড়ানোর পর ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন বেন স্টোকস। স্টোকসের নেতৃত্বে ছুঁটছে ইংল্যান্ড টেস্ট দল, ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা’কে সিরিজ হারানোর পাশাপাশি ভারতের বিপক্ষে একটি মাত্র টেস্টেও জিতেছিলো।
আরও পড়ুন : IND vs NZ 2022 : উমরান’কে ভারতের সেরা পেসার বললেন কোহলি’র ছোটোবেলার কোচ