
আসন্ন পাকিস্তান সফরে (Pakistan vs England 2022) রাঁধুনী নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বেন স্টোকস নেতৃত্বাধীন ইংল্যান্ড। সফরে তিনটে টেস্ট খেলবে পাকিস্তান -ইংল্যান্ড।
চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড ক্রিকেট দল পাকিস্তানে (Pakistan vs England 2022) সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলো। সেই সফরে অংশগ্রহণ কারী ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, সকলেই পাকিস্তানের খাবার নিয়ে গুচ্ছের অভিযোগ তুলেছিলো।
ওইসময় ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার পেটের সমস্যায় ভুগেছিলো।
ESPNcricinfo অনুযায়ী ওমার মেজিয়ানে ইংল্যান্ড দলের রাঁধুনী হিসেবে হাজির হচ্ছেন। মেজিয়ানে এর আগে ইংল্যান্ডের ফুটবল দলের জন্যে এই কাজ করেছিলেন ২০১৮ সালের বিশ্বকাপ, ২০২০ ইউরোতে।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : তৃতীয় টি টোয়েন্টি’তে ওপেনার পন্তের নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ, মত ভারত তারকার
এই প্রথমবার ইংল্যান্ড ক্রিকেট দল কোথায় খেলতে যাওয়ার আগে এক বিশেষ রাঁধুনি কে নিয়ে যাচ্ছে।
পাকিস্তান সফরে (Pakistan vs England 2022) তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ১ লা ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ, রাওয়ালপিন্ডি’তে। এরপরের দুই ম্যাচ মুলতান এবং করাচিতে।
টি টোয়েন্টি সিরিজ (Pakistan vs England 2022) চলাকালীন ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি পাকিস্তানি খাবার নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। লাহোরের খাবার দাবার একেবারেই পছন্দ হয়নি তার।
এর আগে পাকিস্তান সফরে (Pakistan vs England 2022) সাত ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ৪-৩ ব্যবধানে জিতেছিলো ইংল্যান্ড। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ান থ্রি লায়ন্সরা।
আরও পড়ুনঃ Ravindra Jadeja : ধোনিকে রবীন্দ্র জাদেজার উপর বিশেষ নজর রাখতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি