
Pakistan Cricket – পাকিস্তানের ক্রিকেটে বিস্ফোরক ঘটনার একেবারে ঘনঘটা যেন লেগেই আছে। যেখানে অসম্মানজনক পদ্ধতিতে হঠাৎ করেই পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরতে হয় রামিজ রাজাকে। অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধেও ওঠে মারাত্মক অভিযোগ। এবার আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে।
দলের একদা নিয়মিত সদস্য তথা ডানহাতি ওপেনার ব্যাটার ইমরান নাজির এই তথ্য সামনে এনেছেন। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন তাকে দল থেকে বাদ দিতে নাকি করা হয়েছিল গভীর চক্রান্ত। তার বিরুদ্ধে ব্যবহার করা হয় ‘স্লো পয়জন’ অর্থাৎ এমন বিষ, যা ধীরে ধীরে ক্রিয়া করে ভিতর থেকে সব শেষ করে দেয়। আর সেই সময়ে তার পাশে দাঁড়িয়ে তাকে কার্যত নতুন জীবন দান করেছিলেন পাকিস্তানের অন্যতম সেরা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। (Pakistan Cricket)
প্রসঙ্গত, ১৯৯৯-২০১২ এই সময়কালে পাকিস্তান দলের হয়ে খেলেছেন নাজির। খেলেছেন ৮ টি টেস্ট, ৭৯ টি ওয়ানডে। নিজের শরীর খারাপের কথা নাজির প্রথম বার সামনে এনেছিলেন গত বছর মে মাস নাগাদ। (Pakistan Cricket)
এবার যে ঘটনার কথা তিনি সামনে আনলেন তা হাড়হিম করে দিতে বাধ্য। ৪১ বছরের নাজির জানান যে, প্রায় ১০ বছর আগে তাকে বিষ দেওয়া হয়েছিল। কিন্তু কীভাবে সেই বিষ তাকে দেওয়া হয়, তা তিনি জানেন না। শাহিদ আফ্রিদির সাহায্যেই তিনি এখন সুস্থ আছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজির বলেছেন,
“আমি কিছু দিন আগে জানতে পারি যে আমাকে বিষ দেওয়া হয়েছিল। বর্তমানে এখনও আমার চিকিৎসা চলছে। সেই সময়ে এমআরআই সহ একাধিক পরীক্ষা করা হয় আমার। আর তাতেই ধরা পড়ে এই বিষ দেওয়ার ঘটনাটি। সেটা ছিল এমন একটা বিষ, যা সঙ্গে সঙ্গে কাজ করে না। ধীরে ধীরে হাড়ের ক্ষতি করে। জয়েন্টগুলোকে ক্ষতি করে। মানুষকে শয্যাশায়ী করে দেয়।
প্রায় ১০ বছর ধরে আমার শরীরে হাড়ের বিভিন্ন সংযোগ স্থলে ক্ষতি হচ্ছিল। ৬-৭ বছর আগে থেকে যা বাড়তে শুরু করে। সেই সময়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে, আমাকে যেন বিছানায় শুয়ে থাকতে না হয় দিনের পর দিন। আমার ভাগ্য ভালো, সেটা হয়নি।”
নাজির জানিয়েছেন, তাকে সুস্থ করে তুলতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শাহিদ আফ্রিদি। প্রাক্তন পাক অধিনায়ক পাকিস্তানি মুদ্রায় ৪০-৫০ লক্ষ টাকা খরচ করেন তার চিকিৎসার জন্য। (Pakistan Cricket) নাজির বলেছেন,
“আমার জীবনের সব সঞ্চয় শেষ হয়ে যায় চিকিৎসা করাতে গিয়ে। শেষে আফ্রিদি (শাহিদ) আমাকে সাহায্য করে। আমার কাছে কোনও পয়সাকড়ি ছিল না তখন আর। আফ্রিদি এক দিনের মধ্যে আমার চিকিৎসককে টাকা পাঠায়। সেই সঙ্গে আমায় বলে দেয় যে যত খরচ হওয়ার হোক, আমি যেন সুস্থ হয়ে উঠি। ৪০-৫০ লক্ষ টাকা খরচ করে ও। চিকিৎসককেও ধন্যবাদ যে, তিনি যতটা প্রয়োজন ততটাই চেয়েছেন।”
কার্যত, নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে চারটি শতরান রয়েছে নাজিরের। (Pakistan Cricket)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারত হারলেও লারা-পন্টিং’কে পিছনে ফেলে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি