PAK vs NZ : এবার ওয়ানডে দল নির্বাচন নিয়ে সমস্ত সমালোচনার জবাব দিলেন অধিনায়ক বাবর আজম

0
20
PAK vs NZ : Babar Azam breaks silence on rumours he wasn't consulted for ODI squad probables - 'When the series starts...' (Watch)
PAK vs NZ : Babar Azam breaks silence on rumours he wasn't consulted for ODI squad probables - 'When the series starts...' (Watch)

পাকিস্তান ক্রিকেট নিয়ে বিতর্ক এখন হামেসাই লেগে আছে। (PAK vs NZ) একের পর এক বিস্ফোরক মন্তব্য, সমালোচনা ক্রমশ ধেয়ে আসছে পাকিস্তান ক্রিকেটে। সম্প্রতি বড়সড় পরিবর্তন ঘটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। বদল হয়েছে চেয়ারম্যান। নাজাম শেঠি’কে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচক মন্ডলী’র প্রধান হয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

এছাড়া প্রাক্তন দুই খেলোয়াড় আব্দুর রাজ্জাক এবং ইফতিকার আঞ্জুম যোগ দিয়েছেন নির্বাচক মন্ডলী’তে। আর এই সব কিছুর মধ্যেও প্রাক্তন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন। (PAK vs NZ)

কিন্তু এবার নতুন করে বিতর্ক শুরু হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের একদিনের ম্যাচের জন্য দল নির্বাচন নিয়ে। কার্যত, নবনিযুক্ত নির্বাচক মন্ডলী টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে।

জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য দল বাছাইয়ের ক্ষেত্রে পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও কোচ সাকলিন মুস্তাকের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। সম্প্রতি দল নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে বিষয়’টিকে এড়িয়ে যান পাক অধিনায়ক বাবর আজম। প্রশ্ন শুনে বাবর বলেন,

“আমি মনে করি না এখন এটা নিয়ে কথা বলার সঠিক সময়। যখন একদিনের ম্যাচ শুরু হবে তখন দেখা যাবে।”

আরও পড়ুনঃ Ramiz Raja : জানে মারার হুমকি পেতাম, পিসিবির চিফ থাকা কালীণ বুলেট প্রুফ গাড়ি ব‍্যবহারের কারণ জানালেন রামিজ রাজা

প্রসঙ্গত, বাবর’কে জিজ্ঞাসা করা হয়, পাকিস্তান বোর্ডের এই পরিবর্তন ড্রেসিংরুমে কোনও প্রভাব ফেলছে কিনা। (PAK vs NZ) এই প্রসঙ্গে তিনি জানান,

“এখন খেলোয়াড়’দের ফোকাস রয়েছে টেস্ট ম্যাচের দিকে। আমরা চেষ্টা করছি বাইরে যা হচ্ছে, তার প্রভাব দলে ফেলতে না দিতে। আমাদের কাজ খেলা এবং পারফর্ম করা। আমাদের ফোকাস নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে, দলের বাইরে কী হচ্ছে সেদিকে নয়। আমরা যদি বাইরের জিনিসগুলিকে নিয়ে ভাবতে শুরু করি, তাহলে আমাদের পারফরম্যান্সের মান খারাপ হবে। যা মোটেই কাম্য নয়।”

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলছে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। শেষ দিনের ১৫ ওভার বাকি থাকতে বাবর দলের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করেন। করাচি’তে নিউজিল্যান্ড’কে ১৩৮ রানের টার্গেট দেয় পাকিস্তান। (PAK vs NZ)

খারাপ আলোর জন্য ৭.৩ ওভারে খেলা থামানোর নির্দেশ দেন আম্পেয়ার। (PAK vs NZ) নিউজিল্যান্ড ৬১ রান তোলে এক উইকেট হারিয়ে। ম্যাচটি ড্র হয়ে যায়। করাচি’র ন্যাশনাল স্টেডিয়ামে আগামী ২ রা জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তারপর তিনটি ওডিআই খেলবে দুই দল।

আরও পড়ুনঃ Indian Cricket in 2023 : নতুন বছরের শুরুতেই জেনে নিন টিম ইন্ডিয়া’র সারা বছরের ক্রীড়াসূচি