
PAK vs NZ 2nd Test – নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে পাকিস্তানের প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছেন হাসান আলি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ভালো বন্ধু হন বলে এই খেলার সুযোগ পেয়েছেন তিনি। এমন বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন পাকিস্তানের স্পিনার দানীশ কানেরিয়া।
প্রাক্তন পাকিস্তানের স্পিনারের মতে হাসান আলীর এই টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাওয়া উচিত ছিলো না। এরজন্য মহম্মদ ওয়াসিম জুনিয়র কে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র বাবর তার বন্ধুকে খেলার সুযোগ করে দেবেন বলে। এমনটাই মারাত্মক অভিযোগ তুলেছেন কানেরিয়া। (PAK vs NZ 2nd Test)
নিজের YouTube চ্যানেলের ভিডিওতে কানেরিয়া বলেছেন –
“হাসান আলীর পাকিস্তানের হয়ে টেস্ট খেলার কোনো যোগ্যতা নেই।এর জন্যে অকারণে বাদ পড়তে হয়েছে মহম্মদ ওয়াসিম জুনিয়র কে।হাসান আলী সুযোগ পেয়েছেন শুধুমাত্র বাবর আজমের ভালো বন্ধু বলে।এর ফলে দলে অতিরিক্ত স্পিনার নিতে পারিনি পাকিস্তান, কারা এই সব সিদ্ধান্তে সম্মতি দেয়,কে জানে।”
মহম্মদ ওয়াসিম জুনিয়রের বদলে হাসান আলীর সুযোগ হয় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে। খেলার প্রথম দিন একেবারেই নজর কাড়তে পারেনি এই পেসার। একটিও উইকেট তুলে নিতে পারেননি তিনি। (PAK vs NZ 2nd Test)
প্রসঙ্গত, সোমবার করাচিতে পাকিস্তান – নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিন দুর্দান্ত প্রত্যাবর্তন করলো পাকিস্তান ক্রিকেট দল, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সেঞ্চুরি করার পর। আগাহ সলমন এবং নাসিম শাহ মিলে ম্যাচে দারুণ চাপে ফেলেছিলো নিউজিল্যান্ডের ব্যাটারদের। ফলে প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩০৯ রান তোলে নিউজিল্যান্ড।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : সৌদি আরবের রাজপ্রাসাদ সম বাড়িতে থাকার ব্যবস্থা করা হলো রোনাল্ডোর