
এবছর টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে দারুণ ছন্দে পাওয়া গেছিলো অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার’কে। টুর্নামেন্টের ৭ ম্যাচ থেকে তার সংগ্রহের রান সংখ্যা ২৮৯, ৪৭.১৬ গড়ে। স্ট্রাইক রেট ১৪৬.৭০। আছে ৩ টে হাফসেঞ্চুরি, সর্বোচ্চ ৮৯।
এই টুর্নামেন্ট শুরুর আগে একেবারেই ছন্দে ছিলেন না ওয়ার্নার। কিন্তু টুর্নামেন্ট শুরু’র পর একেবারেই ভিন্ন মেজাজে পাওয়া গেছে তাকে। ইংল্যান্ডের কেভিন পিটারসেনের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি।
এই কয়েক দিন আগে অবধি’ও ছন্দহীন ওয়ার্নার তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছিল, সেই কঠিন সময় পেরিয়ে এসেছিলেন ক্যান্ডিস, এবার স্বামী ছন্দে ফিরতেই ট্যুইট করলেন তিনি,
Out of form, too old and slow! 😳🤣 congratulations @davidwarner31 pic.twitter.com/Ljf25miQiM
— Candice Warner (@CandiceWarner31) November 14, 2021

এদিন ম্যাচে কিউয়িদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে ৭ বল বাকী থাকতেই ম্যাচ নিজেদের দখলে নেয় অজিরা, ৮ বল বাকী থাকতেই ম্যাচে জয় নিশ্চিত করে তারা।
১৭৩ রানের লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে শুরু’টা একেবারেই ভালো ভাবে করতে পারিনি অস্ট্রেলিয়া। তিন নম্বর ওভারে কিউয়ি পেসার ট্রেন্ট বোলের বিরুদ্ধে পরাস্ত হন অজি অধিনায়ক ফিঞ্চ (৫)। এরপর মার্শ এবং ওয়ার্নার মিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগের হাল ধরেন।
এদিন নিউজিল্যান্ডের স্পিনার’দের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে পাওয়া যায় ডেভিড ওয়ার্নার’কে। ইশ সোধি, মিচেল স্যান্টনার’এর বিরুদ্ধে মারমূখী মেজাজে ব্যাটিং চালাতে থাকেন ওয়ার্নার। ১৩ নম্বর এসে ফের আরও একবার অজি ব্যাটিংয়ে আক্রমণ করেন বোল্ট, তুলে নেন ফর্মে থাকা ওয়ার্নারের (৫৩) উইকেট। সেই ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৭, ২ উইকেট হারিয়ে।
ওয়ার্নার আউট হলেও বিষয়টি প্রভাব ফেলতে পারিনি মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে। এবং ম্যাক্সওয়েল (২৮*) কে সঙ্গী করে দলের জয় নিশ্চিত করেন ফেরেন তিনি।

এর আগে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের (৮৫) ঝোড়ো ইনিংসের সৈজন্যে ২০ ওভার শেষে ১৭২ রান তোলে নিউজিল্যান্ড, ২ উইকেট হারিয়ে। প্রথম উইকেটে ২৮ রান জোড়েন ড্যারেল মিচেল এবং মার্টিন গুপ্টিল জুটি। ৪ নম্বর ওভারে মিচেল (১১) কে ফেরান হ্যাজেলউড। পাওয়ার প্লে’র শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩২/১।
এরপর প্রথমে রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করলেও পরবর্তী সময়ে হাত খোলা শুরু করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। স্টার্ক’কে ১ ওভারে ১৯ রান মারেন তিনি। ১৩ নম্বর ওভারে নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেলেন সে। মূলত তার ইনিংসের সৈজন্যে ম্যাচে ১৭০ রানের গন্ডি পেরোতে সফল হয় নিউজিল্যান্ড। ম্যাচে অস্ট্রেলিয়ার তরফে সফল বোলার জোস হ্যাজেলউড, ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।