
টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে দাপটের সাথে হারিয়েছিলো ইংল্যান্ড। সেই ম্যাচে দাপুটে ব্যাটিং করেছিলেন ইংল্যান্ডের ওপেনার জস বাটলার এবং আলেক্স হেলস। সে কথা মাথায় রেখেও পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার আশাবাদী ফাইনালে শাহিনরা চাপে ফেলবে ইংল্যান্ড’কে।
১৬৯ রান চেজ করতে নেমে সহজেই ভারতের বিপক্ষে বিশ্বকাপ (T20 World Cup 2022) সেমিফাইনালে জয়লাভ করেছিলে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে দেশের জয় নিশ্চিত করেন ইংল্যান্ডের ওপেনার জস বাটলার (৪৯ বলে ৮০*) এবং আলেক্স হেলস (৪৭ বলে ৮৬*)। প্রতি উইকেটে ১৭০ রান জুড়ে টি ২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশী রানের পার্টনারশিপ জোড়ার নজির গড়েন দুজনে।
Pakistan and England have scaled the heights to reach the #T20WorldCup final 💥
— T20 World Cup (@T20WorldCup) November 12, 2022
Who will come out on top at the MCG? 🏆 pic.twitter.com/ipEmOf3idK
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) মেগাফাইনালে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড-পাকিস্তান। সেই ম্যাচের আগে নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে কামরাণ আকমাল বলেছেন –
“খুব সহজে ভারতকে সেমিফাইনালে হারিয়েছিলো ইংল্যান্ড, দেখে মনেই হয়নি ওটা সেমিফাইনাল ম্যাচ ছিলো। ইংল্যান্ড নির্ভয় ক্রিকেট খেলেছিলো ওই ম্যাচে। কিন্তু বাটলারদের মাথায় রাখা উচিত আমাদের বোলিং অ্যাটাক ভারতের মতো নয়। পাকিস্তান দলের’ও এমনটাই ভাবা উচিত।শাহিন আফ্রিদি, হারিস রাউফ, নাসিম শাহ, মহম্মদ ওয়াসিম জুনিয়র’রা আছে পাকিস্তানের দলে, যার ১৪০ এর বেশি গতিতে বোলিং করতে পারে। প্রচুর ম্যাচ উইনার আছে এবারের পাকিস্তানের দলে।”
একদিকে যখন ইংল্যান্ড ১০ উইকেটে ভারতকে হারিয়ে পৌঁছে গেছে টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনালে। উল্টোদিকে বাবর’রা শক্তিশালী নিউজিল্যান্ড’কে ৭ উইকেটে হারিয়ে পৌঁছে গেছে ফাইনালে। নিঃসন্দেহে দারুণ লড়াই হবে এবারের টি ২০ বিশ্বকাপের ফাইনালে।
আরও পড়ুনঃ Mohammedan Sporting : হার দিয়ে আইলিগ অভিযান শুরু মহামেডান স্পোর্টিংয়ের