BAN vs IND 2022 : শনিবার চলতি ভারত – বাংলাদেশ টেস্ট ম্যাচে আরেকবার জমে উঠলো মহম্মদ সিরাজ বনাম লিটন দাসের দ্বৈরথ। ম্যাচের তৃতীয় দিন ফের আরেকটা দুর্দান্ত ডেলিভারিতে লিটনের উইকেট তুলে নিলেন সিরাজ।
এর আগের টেস্টেও লিটনের উপর দাপট বজায় ছিলো সিরাজের। এদিন কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির করার সম্ভাবনা তৈরি করেও সিরাজের কাছে পরাজয় শিকার করলেন লিটন। ভারতীয় বোলারের অব্যর্থ নিশানায় রাখা ডেলিভারি সামাল দিতে পারেননি কোনো মতেই। (BAN vs IND 2022)
সিরাজের ডেলিভারিতে কোনও ফুট মুভমেন্ট ছিলো না লিটনের। তার ব্যাট – প্যাডের মাঝের থেকে বল গলে গিয়ে উড়িয়ে দেয় তার লেগ স্ট্যাম্প। এটাই ছিলো ম্যাচের টার্নিং পয়েন্ট, তারপর সিরাজকে তার অতি পরিচিত ‘ফিঙ্গার অন ইওর লিপস’ সেলিব্রেশন টা করতে দেখা যায়। (BAN vs IND 2022)
আরও পড়ুনঃ IPL 2023 : আসন্ন আইপিএল মরশুমে হার্দিকের নেতৃত্বে খেলতে মরীয়া আইরিশ তারকা জোশুয়া লিটল
তৃতীয় দিনের খেলার শুরু থেকেই ভালো বোলিং করছিলো ভারতীয় বোলাররা। বাংলাদেশের ব্যাটারদের তারা যেমন নিয়মিত ব্যবধানে রান করতে দেননি, তেমনই নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে যাচ্ছিলেন। (BAN vs IND 2022)
Almost an unplayable one from #Siraj to send #LittonDas back #INDvsBAN pic.twitter.com/pkT1lp1b8X
— Nirmal Jyothi (@majornirmal) December 24, 2022
ফের আরেকবার ভালো ব্যাটিং করেন জাকির হাসান। এদিন’ও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। কিন্তু তাকে অপর প্রান্ত থেকে কেউই ব্যাট হাতে ভালো ভরসা দিতে পারেননি। পরবর্তী সময়ে নুরুল হাসান এবং লিটন দাসের মধ্যে একটি ভালো পার্টনারশিপ গড়ে ওঠে। শেষে কিছুটা যোগদান রাখেন তাস্কিন আহমেদ। সব মিলিয়ে ২৩১ রান করে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ভারতকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে তারা।
আরও পড়ুনঃ IPL 2023 : দিল্লি ক্যাপিটালসে খেলার সুযোগ পেয়েও মন ভালো নেই মুকেশ কুমারের