
ODI World Cup 2023 – চুক্তির গেরোয় বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) মোটা অঙ্কের টাকা গুনতে হতে পারে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের সম্প্রচার থেকে যে লাভ হবে, সেটার উপর আইসিসিকে ২০ শতাংশ (সারচার্জ ছাড়া) কর দিতে হবে বলে জানিয়েছে ভারত।
কিন্তু ২০১৪ সালে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিল বিসিসিআই, তাতে আয়োজক হিসেবে করছাড়ের বিষয়টি নিশ্চিত করতে বাধ্য ভারতীয় বোর্ড। সেই পরিস্থিতিতে দু’কূল বজায় রাখতে বিসিসিআইয়ের কোষাগার থেকে বাড়তি ৪৩০ কোটি টাকা বেরিয়ে যেতে পারে। যদিও সেই অঙ্কটা আসলে দ্বিগুণ হবে বলে মনে করা হচ্ছে। কারণ বিসিসিআই হিসাবে ভুল করেছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। (ODI World Cup 2023)
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বিশ্বকাপ হলেও এখনও যে সূচি প্রকাশ করা হয়নি, সেটার পিছনে মূলত দুটি কারণ আছে। পাকিস্তানের খেলোয়াড়দের ভিসায় অনুমোদন পাওয়ার ক্ষেত্রে এখন কোনও জট না থাকলেও করছাড় নিয়ে ভারতীয় সরকারের অবস্থান নিয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানায়নি বিসিসিআই। শীঘ্রই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাকে বিসিসআই চূড়ান্ত তথ্য জানাতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকার যদি করছাড় না দেয়, তাহলে আইসিসির যে বাড়তি খরচ হবে, সেটা পুষিয়ে দেবে বিসিসিআই। একটি বিবৃতিতে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে যে ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে স (ODI World Cup 2023)ম্প্রচার থেকে আইসিসির আয় ৫৩৩.২৯ মিলিয়ন মার্কিন ডলার আয় হবে বলে অনুমান করা হচ্ছে।
যে কর ধার্য করা হবে, সেটার জন্য ৫২.২৩ মিলিয়ন মার্কিন ডলারের (৪৩০ কোটি টাকার মতো) মতো খরচ হতে পারে। যদিও ওই প্রতিবেদন অনুযায়ী, হিসার সম্ভবত ভুল করেছে বিসিসিআই। আসলে সেই অঙ্কটা দ্বিগুণ হতে পারে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে মুখ খোলা হয়নি। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে পারে। চলতে পারে ১৯ নভেম্বর। ফাইনাল হতে চলেছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে বাকি ম্যাচগুলি কোন মাঠে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। (ODI World Cup 2023)